ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা ট্রাক, ট্যাংকরলী, কাভার্ড ভ্যান, পিকআপ শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনের নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে শহরের চব্বিশ টিউবওয়েল এলাকায় জেলা কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানে শপথ গ্রহণ পাঠ করান সংগঠনটির ত্রিবার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শরিফুল ইসলাম শরিফ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ঠাকুরগাঁও জেলা ট্রাক, ট্যাংকরলী, কাভার্ড ভ্যান, পিকআপ শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মামুন-উর-রশিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ মমিনুল হক বাবু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এন্তাজুল হক, শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আব্দুল গফুর ভূঁইয়া, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল জব্বারসহ বিভিন্ন শ্রমিকেরা।
গত ১৮ জানুয়ারি ২০২৫ তারিখে সংগঠনটির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয় যেখানে সভাপতি পদে নির্বাচিত হন ভূট্টু মিয়া এবং সাধারণ সম্পাদক পদে আঃ জব্বার নির্বাচিত হোন। নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সকল সদস্যদের নিয়ে এ অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে শপথ গ্রহণ করা শেষে ফুল দিয়ে বরণ করে নেন আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সংগঠনটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শ্রমিকদের ভোটে যারা নির্বাচিত হয়েছেন তাদের প্রতি সংগঠনের সকল সদস্য সহ শ্রমিকদের সুখে-দুখে পাশে থাকার জন্য আহ্বান জানানো হয়।
এস তানভীর/টাঙ্গন টাইমস
https://slotbet.online/