নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁও : জেলার বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তে বিএসএফের গুলিতে ১ ব্যক্তি আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয়রা।
সোমবার (৪ ডিসেম্বর) সকালে রত্নাই সীমান্তে এ ঘটনা ঘটে।
আহত-ইদ্রীস আলী বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের রতœাই বারসা গ্রামের দোলু মাহমুদের ছেলে।
আরও পড়ুন :ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী নিহত
স্থানীয়রা জানায়, সকাল এগারোটার দিকে রতœাই বিজিবি সীমান্ত এলাকা ও ভারতীয় সোনামতি বিএসএফ সীমান্ত এরিয়া ৩৮২-২ এস পিলারের কাছে কাঁঠাল ঘাটি নামক সীমান্তে বিএসএফের গুলিতে ইদ্রীস আলী আহত হয়েছেন। সে বর্তমানে রংপুরে একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। সে চোরাকারবারি দলের সদস্য। আর এই চোরাকারবারি দলের নেতা হচ্ছেন বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের মৃত দাবির উদ্দীন ওরফে রহমান পুরীর ছেলে আব্দুর রাজ্জাক ওরফে ভুটি রাজ্জাক।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম ডন বলেন এ ধরনের ঘটনা শুনেছি। এবং রতœাই বিজিবি’কে ফোন দেওয়া হয়েছিল তারা এখনো বিস্তারিত জানাতে পারেনি।
রত্নাই বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হান্নান বলেন ইদ্রীস আলীর বাসায় গিয়েছিলাম। কিন্তু তাকে পাওয়া যায়নি।
https://slotbet.online/