হিলি (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের স্টেশন ডাঙ্গাপাড়া বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ৫টি দোকানের মালামাল পুড়ে ছাই, এতে অর্ধ কোটি টাকা ক্ষতির দাবি ব্যবসায়ীদের।
বুধবার (৫ ফেব্রুয়ারী)বিকেলে উপজেলার ডাঙ্গাপাড়া বাজারে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটে ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুড়ে গেছে হার্ডওয়ার, মুদি ,ঔষধ, গ্যাসের সিলিন্ডার, পেট্রোল সহ পাঁচটি দোকানের মালামাল।
ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, বুধবার বেলা ৩টার দিকে হঠাৎ একটি পেট্রোলের দোকানে আগুনের ঘটনা ঘটে। আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে, স্থানীয়রা আগুন নিভাতে ব্যর্থ হলে হিলি ফায়ার সার্ভিসকে খবর দিলে হিলি ও বিরামপুর থেকে দুইটি ইউনিট ঘণ্টা ব্যাপি চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে এ সময় মুদি, হার্ডওয়ার পেট্রোল প্লাস্টিকের ভাংড়ির দোকান সহ পাঁচটি দোকানে মালামাল পুড়ে যায়।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/