পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলনের ফলে আশপাশের আট গ্রামের বসত বাড়িতে ফাটল দেখা দেওয়ায় আতঙ্ক গ্রস্থ লোকজন ক্ষতি পূরনের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানব বন্ধন করেছে।
সোমবার (১৫ জুলাই) বেলা ১১ টার দিকে বড়পুকুরিয়া কয়লা খনির পাশে বাঁশপুকুর বৈগ্রাম শিব কৃষ্ণপুর মতুরাপুর কাজীপাড়া পাতিগ্রাম পাঁচঘরিয়া ও কালুপাড়া গ্রামের লোকজন জীবন ও মানব সম্পদ রক্ষা কমিটির ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ ও মানব বন্ধনে অংশ নেয়।
ক্ষতিগ্রস্থদের ৬ দফা দাবি সমূহ হলো-
উল্লেখ্য, প্রায় দেড় কিঃ মিঃ সড়ক জুড়ে এলাকার নর নারী শিশু কিশোর প্রতিবন্ধী এই মানব বন্ধনে অংশ নিতে দেখা যায়।
সংগঠনের উপদেষ্টা হামিদপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজওয়ানুল হকের সভাপতিত্বে সমাবেশ ও মানব বন্ধনে কক্তব্য রাখেন ক্ষতিগ্রস্থ গ্রামবাসী, বোরহান উদ্দিন সুমন লিয়াকত আলী আলহাজ্ব রুহুল আমিন ফরহাদ আলী মন্ডল ইউপি সদস্য সাইদুর রহমান আব্দুল কাদের আমিনুল ইসলাম ইউপি সদস্য কাদের মিয়া মতিয়ার রহমান ও প্রতিবন্ধী অধিবাসী মাহামুদ কলি।
সাধারন সম্পাদক রফিকুল ইসলাম বলেন ক্ষতিগ্রস্থ এলাকার ১০ হাজার ৪শ দেবে যাওয়া ও ফাটল ধরা ঘর-বাড়ির একসময় সার্ভে করেছিল বড়পুকুরিয়া কয়লা খনি কর্তৃপক্ষ। কিন্তু দিনের পর দিন ক্ষতিপূরনের দাবি জানিয়ে আসলেও কর্তৃপক্ষ আমলে নেয়নি । ক্ষতিগ্রস্থরা বর্তমানে ভীষণ ভয়ভীতির মধ্যে আশঙ্কা জনক জীবন যাপন করছে।
তিনি দুঃখ প্রকাশ করে বলেন কর্তৃপক্ষ তাদের দাবিদাবা গুলো আমলে না নিয়ে তালবাহানা করছে দীঘদিন ধরে। এই মানব বন্ধনের পর অনতি বিলম্বে দাবি মেনে নিয়ে ক্ষতিগ্রস্থ লোকজনকে পূনর্বাসন করা না হলে বৃহত্তর আন্দোলন করা সহ তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষনে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন কর্মসুচী পালন করবে। এব্যাপারে কয়লা খনি ব্যাবস্থাপনা পরিচালক সাইফুল ইসলামের সাথে মুটোফোনে কথা বলার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ থেকে বিরত থাকেন।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/