আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে স্বাগতিক ভারতকে কাঁদিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ শিরোপার স্বাদ পায় অস্ট্রেলিয়া। ১৯ তারিখের সেই ম্যাচের পর শিরোপার আনন্দে মাতোয়ারা হয় অজিরা। ড্রেসিংরুমের একটি ছবিতে তো দেখা যায়, দলটির অলরাউন্ডার মিচেল মার্শ ট্রফির ওপর পা দিয়ে বসে আছেন।
বিষয়টি নিয়ে বেশ সমালোচনার মুখে পড়েন মার্শ, বিশেষ করে ভারতীয়দের। বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারী ভারতীয় পেসার মোহাম্মদ শামিও ক্ষোভ ঝাড়েন মিচেল মার্শের ওপর। এই কাণ্ডে তিনি কষ্ট পেয়েছেন বলেও জানান গণমাধ্যমে। এমনকি মার্শের নামে এফআইআরও দায়ের হয় ভারতের একটি থানায়।
বিষয়টি নিয়ে এতদিন চুপ ছিলেন মার্শ। অবশেষে সেই কাণ্ডের ১২ দিন পর মুখ খুললেন তিনি। ৩২ বছর বয়সী এই অলরাউন্ডার জানালেন, ট্রফিকে অসম্মান করার কোনো অভিপ্রায় ছিল না তার মধ্যে।
মার্শ বলেন, ‘সেই ছবিতে স্পষ্টতই কোনো অসম্মান বোঝানো হয়নি। আমি বিষয়টি নিয়ে খুব বেশি চিন্তা করিনি। আমি সামাজিক যোগাযোগমাধ্যমেও এটি নিয়ে খুব বেশি কিছু দেখিনি যদিও সবাই আমাকে বলেছে যে এটি নিয়ে আলোচনা বন্ধ হয়ে গেছে।’
এবারের বিশ্বকাপে ব্যাট হাতে দারুণ একটি টুর্নামেন্ট কাটিয়েছেন মার্শ। ৪৪১ রান এসেছে এই অলরাউন্ডারের ব্যাটে। যদিও ফাইনালে ম্যাচজয়ী ১৩৭ রান করে সব আলো নিজের দিকেই নিয়ে গেছেন ট্রাভিস হেড।
আরএম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/
Very interesting information!Perfect just what I was searching for!Blog monetyze