নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁও : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনের নির্দেশে ঠাকুরগাঁওয়ে ছয় থানার ওসি পদে রদবদল করা হয়েছে। তবে কাউকে অন্য জেলায় যেতে হয়নি, তারা শুধু এক থানা থেকে অন্য থানায় গেছেন। এ যেন এক ভানুমতির খেল বলে মনে করছেন অনেকে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) পুলিশ সদর দফতরের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ রদবদল করা হয়েছে।
ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ বলেন, এ বছর জুলাই মাসের ৩ তারিখে সদর উপজেলা ভুল্লী থানার ওসি হিসেবে যোগদান করেছেন দুলাল উদ্দীন। ৮ ডিসেম্বর পর্যন্ত তার কর্মস্থলে ৫ মাস ৫ দিন পূর্ণ হওয়ায় তিনি বদলি তালিকা থেকে বাদ পড়েছেন। অন্য ছয় থানার ওসিদের রদবদল করা হয়েছে ।
ঠাকুরগাঁও সদর থানার ওসি ফিরোজ কবিরকে হরিপুর থানায়, হরিপুর থানার ওসি এবি এম ফিরোজ ওয়াহিদকে সদর থানায়, বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনামকে পীরগঞ্জ থানায়, পীরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ শেখকে হরিপুর থানায়, রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম মন্ডলকে রুহিয়া থানায় এবং রুহিয়া থানার ওসি সোহেল রানাকে রাণীশংকৈল থানায় বদলি করা হয়েছে।
বদলীর এ ঘটনাটি নিয়ে সচেতনমহলের মধ্যে মিশ্রপ্রক্রিয়া দেখা দিয়েছে। জাতীয় কৃষক সমিতির নেতা মো. জুয়েল বলেন এ যেন ভানুমতির খেলা।
https://slotbet.online/