দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে প্রার্থিতা ফিরে পেয়েও নির্বাচনের মাঠ থেকে সরে যাচ্ছেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। আগামী ১৭ ডিসেম্বর তিনি প্রার্থিতা প্রত্যাহার করবেন।
বিষয়টি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তিনি। হিরো আলম বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী ছিলেন।
গত রবিবার শুনানি শেষে হিরো আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণার পক্ষে আপিল শুনানি মঞ্জুর করে নির্বাচন কমিশন (ইসি)। প্রার্থিতা ফিরে পেতে গত বুধবার তিনি ইসিতে আপিল করেছিলেন।
এর আগে চলতি বছর বগুড়ার ৪ ও ৬ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন হিরো আলম। কিন্তু যাচাই-বাছাইকালে মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। ওই বাতিলের কারণ ছিল হিরো আলমের ১ শতাংশ ভোটার তালিকায় গরমিল। পরে হাইকোর্ট থেকে প্রার্থিতার বৈধতা এনে নির্বাচন করেন। তবে দুটি আসনেই পরাজয় হয় হিরো আলমের। পরবর্তীতে চলতি বছরের ১৭ জুলাই ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে অংশ নিয়েও পরাজিত হন তিনি। হারান জামানত।
২০১৮ সালের জাতীয় নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করেন হিরো আলম। যদিও পরে ‘অনিয়মের অভিযোগ তুলে’ নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি।
আরএম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/
Hi there, just became aware of your blog through Google, and found that it
is truly informative. I am gonna watch out for brussels.
I’ll appreciate if you continue this in future. A lot of people will be benefited from your writing.
Cheers! Escape room