নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার প্রত্যান্ত এলাকায় ৬০ জন কৃষকের মাঝে একটি পাওয়ারটিলার, ৩৩ টি শ্যালো মেশিন, একটি সেচ পাম্প এবং গরুর খড়কাটার জন্য ১৭টি মেশিন বিতরণ করা হয়েছে। যার মূল্য ১২ লাখ ৮৫ হাজার টাকা এবং এর মধ্যে ৯ লাখ টাকা ভর্তুকি প্রদান করেছে ইউসিবি ব্যাংক।
রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার পাড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক সিরাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর এগ্রো-সিএসআর প্রকল্প ২০২৩ ‘ভরসার নতুন জানালা’ এর আওতায় ভর্তুকি মূল্যে এসব কৃষিজ যন্ত্রাংশ বিতরণ করা হয়।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ঠাকুরগাঁও শাখার ব্যবস্থাপক আবু খালেদ মোঃ অলিউল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল, বিশিষ্ট সমাজসেবক তোজাম্মেল হক, আশরাফুজ্জামান পাভেল, ১ নং পাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি রুবেল, ইউসিবি ব্যাংক ঠাকুরগাঁও শাখার কর্মকর্তা জাহিদ আনোয়ার রাসেলসহ অনেকে।
ইতিপূর্বে ব্যাংকটি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ, বালিয়াডাঙ্গী উপজেলায় ১ হাজার তালগাছ রোপন, কৃষকদের মাঝে জৈব সার, বিভিন্ন ফসলের বীজ, ছাতা ও ব্যাগসহ মৎস ও পশুপালন বিষয়ে প্রশিক্ষণ ছাড়াও গবাদিপশুর জন্য হেলথ ক্যাম্পসহ কৃষকদের মুঠোফোনে কৃষি ও আবহাওয়া বার্তা প্রেরণের ব্যাবস্থা করেছে।
আর এসব কৃষি আধুনিক যন্ত্রসামগ্রী পাওয়া কৃষক জয়নাল আবেদিন, আরিফ হোসেন, রবিউল আওয়াল বলেন, আগে আমাদের এসব যন্ত্রাংশ ছিল না। ইউসিবি ব্যাংক যেন কৃষকদের জন্য আশির্বাদ। এসব পেয়ে আমরা খুব খুশি। এতে করে কৃষিতে আমরা আরও অগ্রসর হতে পারবো। তাই আমরা ব্যাংক কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আশা করি আগামীতে তারা আমাদের আরও সহযোগিতা করবেন।
ইতিপূর্বে ব্যাংকটি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ, বালিয়াডাঙ্গী উপজেলায় ১ হাজার তালগাছ রোপন, কৃষকদের মাঝে জৈব সার, বিভিন্ন ফসলের বীজ, ছাতা ও ব্যাগসহ মৎস ও পশুপালন বিষয়ে প্রশিক্ষণ ছাড়াও গবাদিপশুর জন্য হেলথ ক্যাম্পসহ কৃষকদের মুঠোফোনে কৃষি ও আবহাওয়া বার্তা প্রেরণের ব্যাবস্থা করেছে।
কৃষকদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা অনেক সুদুর প্রশারী ও কৃষকদের জন্য ব্যাংকের এধরণের চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান, ইউসিবি ব্যাংক ঠাকুরগাঁও শাখার ব্যবস্থাপক আবু খালেদ মোঃ অলিউল্লাহ।
কৃষি অধিদপ্তরের পাশাপাশি কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য ইউসিবি ব্যাংকের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বলেন, বাংলাদেশ সরকার একটি প্রকল্পের মাধ্যমে কৃষি যন্ত্রাংশ ভর্তুকি মূল্যে প্রদান করে যাচ্ছেন। এমন পেক্ষাপটে ইউসিবি ব্যাংক কৃষকদের পাশে দাঁড়িয়েছে। তারা কৃষকদের যন্ত্রাংশ প্রদান সহ উদ্যোক্তা তৈরির কাজ করে যাচ্ছেন। আর কৃষকরা যদি এইসব যন্ত্র ব্যবহার করেন তাহলে কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে বাণিজ্যিকরণ করা সহজ হবে।
https://slotbet.online/