টাঙ্গন ডেস্ক নিউজ : ঠাকুরগাঁওয়ে উৎসবমূখর, শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন শেষে কেন্দ্রে কেন্দ্রে ভোট গ্রহণের সরঞ্জাম ব্যালট বাক্স, ব্যাগ ও গালা বিতরণ করা হয়েছে।
শনিবার (৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সকল উপকরণ বিতরণ করা হয়।
আগামীকাল রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ চলবে। ঠাকুরগাঁওয়ে ৩টি আসনে মোট ৪১৭টি কেন্দ্রে ভোট অনুষ্ঠেয় হবে।
সারাদেশে ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম মারা যাওয়ায় ওই আসনের নির্বাচন স্থগিত করেছে ইসি।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সন্ধ্যা ৭টায় নির্বাচন কমিশন ভবন থেকে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে তার ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে। ভাষণে সিইসি জনগণকে সংসদ নির্বাচনে ভোট দেওয়া এবং সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রার্থীদের প্রতি আহ্বান জানাবেন।
পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১২টি স্টাইকিং ফোর্স, ৪৫টি মোবাইল টিম, স্ট্যান্ডবাই পার্টি ৪টি, র্যাব, বিজিবি, পুলিশ ও আনসার-ভিডিপিসহ ১ হাজার ১’শ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১২টি স্টাইকিং ফোর্স, ৪৫টি মোবাইল টিম, স্ট্যান্ডবাই পার্টি ৪টি, র্যাব, বিজিবি, পুলিশ ও আনসার-ভিডিপিসহ ১ হাজার ১’শ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ে ৩টি আসনে মোট ভোটার সংখ্যা ১১ লক্ষ ৪২ হাজার ৯২৩ জন। যার মধ্যে নারী ভোটার ৫ লক্ষ ৬৩ হাজার ২৮১ জন এবং পুরুষ ভোটার ৫ লক্ষ ৭৯ হাজার ৬৩৮ জন।
https://slotbet.online/