টাঙ্গন ডেস্ক নিউজ : ধান চালের দাম বৃদ্ধি রোধকল্পে ঠাকুরগাঁওয়ে অবৈধ মজুত বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় অবৈধ মজুতের দায়ে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) ঠাকুরগাঁও জেলা খাদ্য বিভাগের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাছান ।
জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে জেলা নিয়ন্ত্রক মাহমুদুল হাছানের উপস্থিতিতে জেলার রেভিনিউ ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আনোয়ার হোসাইন ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জে মে. কাসেম হাস্কিং মিল ইউনিট-২ এ অভিযান চালিয়ে সরকার অনুমোদিত মজুতের চেয়ে প্রায় ১২০ মে.টন ধান বেশি রাখার দায়ে মিল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনার সময় মোবাইল কোর্টের মাধ্যমৈ জরিমানার ৫০ হাজার টাকা ঘটনাস্থলে আদায় করা হয়।
একই সাথে মজুতকৃত ধান আগামি ১৩ দিনের মধ্যে ন্যায্য মূল্যে বিক্রয় করার নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়া ঠাকুরগাঁও সদরের লাইসেন্স বিহীন ধানের পাইকারি ব্যবসায়ী আনোয়ার হোসেনের গুদামে ৪০ মেট্রিক টন ধানের অবৈধ মজুত পাওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে উক্ত ব্যবসায়ীকে লাইসেন্সের আওতায় আনা হয়।
এ সময় জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁও জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাছান বলেন ধান চালের দাম বৃদ্ধি রোধকল্পে এই অভিযান অব্যাহত থাকবে। অবৈধ মজুতদারদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা।
https://slotbet.online/