জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও : পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারীসহ রংপুর বিভাগের পৌরসভার রাস্তা-ঘাট, ড্রেনেস ব্যবস্থার উন্নয়ন ও সংস্কারে বাজেট বরাদ্দের দাবিতে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর বাসভবনে অবস্থান নিয়েছেন শহর অঞ্চলের শায়ত্তশাসিত স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ১৫টি পৌরসভার পৌর মেয়র’রা ।
বুধবার (১৩ মার্চ) বিকালে ম্যাবের সভাপতি ও নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদের নেতৃত্বে অর্থমন্ত্রীর ধানমন্ডীর বাসভবনে গিয়ে রংপুর বিভাগের পৌরমেয়র’রা স্ব-স্ব এলাকার নাগরিক সেবা নিশ্চিত করতে দাবি নামা পেশ করেন ।
তাদের দাবির মধ্যে রয়েছে- বাজেট বরাদ্দের অভাবে জনগণের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তারা ব্যর্থ হচ্ছেন্ । ঠাকুরগাঁও পৌরমেয়র আঞ্জুমান আরা বেগম বলেন ২০১৮ সালের ২৯মার্চে ঠাকুরগাঁওয়ের এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠাকুরগাঁও পৌরসভাকে আধুনিক পৌরসভায় রুপান্তরসহ বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন।
তবে ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি প্রতিশ্রুতি আলোর মুখ দেখলেও এই পৌরসভায় কাংখিত অর্থবরাদ্দ মিলেনি।
এ সময় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী পৌরমেয়র গণের সঙ্গে দাবির প্রতি সহমর্মিতা প্রকাশ করে বলেন এব্যাপারে আলোচনা করে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
https://slotbet.online/