• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:৫৭ অপরাহ্ন

এলাকার উন্নয়নে পরামর্শ চেয়েছেন ঠাকুরগাঁও-২ আসনের এমপি সুজন

Reporter Name / ৩৬৮ Time View
Update : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: এলাকার উন্নয়নে কাজ করতে সাংবাদিকদের সুপরামর্শ ও মতামত চেয়েছেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) উপজেলা পরিষদ চত্বরে বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন, আপনাদের নিকট অনেক কিছু শেখার আছে। আমি প্রতিনিয়ত শিক্ষা গ্রহণ করি।

এমপি সুজন বলেন, এই মাসে পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছিল। পাপমুক্ত হওয়ার অন্যতম সুযোগ রয়েছে এ মাসে। দোয়া কবুল হয় এ মাসে। তাই এ মাসে সকলেই যেন রোজা রাখতে পারে, জন্য মঙ্গল কামনা করেন তিনি।

ইফতার মাহফিলে বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি এন এম নুরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আল মামুন জীবনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক আহসান হাবীব, প্রেস ক্লাবের উপদেষ্টা মকবুল হোসেন, জৈষ্ঠ্য সাংবাদিক হারুন অর রশিদ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী থানার ওসি তদন্ত কামাল হোসেন, রুহিয়া থানার ওসি তদন্ত আব্দুল্লাহ আল মামুন শাহ, উপজেলা কৃষকলীগের সভাপতি মজিবর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাহারা বানু, সময় টিভির স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান বকুল, রাণীশংকৈল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, স্টার মডেল স্কুলের পরিচালক রেজাউল ইসলাম, আওয়ামী লীগ নেতা কফিজুল হক বাবুসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
HTML Snippets Powered By : XYZScripts.com
https://slotbet.online/
HTML Snippets Powered By : XYZScripts.com