পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) স্হানীয় শহীদ মিনার ময়দানে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রদর্শনীতে ৩৫ টি স্টলে প্রদর্শণ করা হয় নানা জাতের গরু-ছাগল, হাঁস-মুরগী ও পাখি। অনুষ্ঠানটি সারাদেশে একযোগে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এর আগে প্রদর্শনী প্যান্ডেলের গেটে ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধনী ঘোষণা করেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মোমিন, রুকশানাবারী রুকু,উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সায়েম,উপজেলা কৃষি কর্মকর্তা রাজীব হোসেন উপজেলা ভেটেনারী কর্মকর্তা ডাঃ মাহ্ফুজার রহমান প্রমুখ।
মেয়র আমজাদ হোসেন সকল কর্মকর্তাকে সংগে নিয়ে প্রদর্শনীর সব কটি স্টল পরিদর্শন করেন এবং খামারিদের খোঁজ খবর নেন। এ সময় তিনি পশু সম্পদ পালন ও রক্ষায় বিভিন্ন পরামর্শ দেন খামারিদের।
https://slotbet.online/