স্টাফ রিপোর্টার, খুলনা : খুলনা সিটি করর্পোরেশনের ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান মাহমুদ পিন্টুর বাসভবনে হামলা চালিয়ে গুলি বর্ষন, ভাংচুর, কুপিয়ে ৩ জনকে আহত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সুলতান মাহমুদ পিন্টু । দায়েরকৃত মামলায় আটকৃতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি।
সোমবার (২২ এপ্রিল) উত্তর কাশিপুর রাজধানির মোড়ে পিন্টুর নিজস্ব কার্যালয়ে পরিবারের সদস্যদের নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ দিকে পিন্টুর দায়ের করা মামলায় এজাহার ভুক্ত আসামী শেখ হাসিব (২৭), সাইফ (১৯), উভয়ের পিতা শেখ মিজানুর রহমান, জাহাঙ্গীরের পুত্র ইব্রাহিম (৩০), হালিমের পুত্র রাকিব (২৫), হাফিজের পুত্র মুশফিকুর রহমান পিয়াল (২১) কে নড়াইল জেলার মির্জাপুর গ্রাম থেকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪ টি রামদা উদ্ধার করা হয়েছে বলে ওসি আনোয়ার হোসেন জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুলতান মাহমুদ পিন্টু। তিনি বলেন গত ১৮ এপ্রিল জমিজমা সংক্রান্তের জের ধরে শেখ ফরহাদ হোসেনের নের্তৃত্বে ২০-৩০ জন সন্ত্রাসী পিন্টুর চাচা শেখ মিজানুর রহমান, আব্দুর রহিম বাবু ও শেখ জিসানকে কুপিয়ে আহত করে।
এ সময় পিন্টুর রুম লক্ষ করে এক রাউন্ড সর্ট গানের গুলি ছোড়া হয় বলে তিনি সাংবাদিকদের জানান।
সংবাদ সম্মেলনে তিনটি তেল ডিপোকে রক্ষা করার আহবান জানিয়ে তিনি বলেন, শেখ ফরহাদ হোসেন তেল ডিপো গুলোতে অস্ত্রও মহড়া, কর্মকর্তাদের মারধোর, হুমকি, ধামকি দিয়ে অনৈতিক সুবিধা আদায় করেন বলেও তিনি সংবাদ সম্মেলনে অভিযোগ করেন।
এ বিষয়ে সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেয়া আছে, এ ঘটনায় খুলনা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও বিপিসিতে খোজ নিয়ে সত্যতা যাচাই করার দাবি জানান তিনি।
https://slotbet.online/