ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও রোড বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জুনায়েদ ষ্টোরের মালিক ধর্ষণ মামলার আসামী জুনায়েদ বোগদাদী মামলার বাদী ভূক্তভোগী এক নারীকে মামলা তুলে না নিলে মেরে ফেলার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত সোমবার (২২ এপ্রিল) এমন অভিযোগ তুলে সাধারণ ডায়েরী করেন ওই নারী।
শুক্রবার (২৬ এপ্রিল) সাধারণ ডায়েরীর বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ এবিএম ফিরোজ ওয়াহিদ।
জুনায়েদ বোগদাদী (৫২) ঠাকুরগাঁও পৌর শহরের ইসলাম নগর মহল্লার মসলিম উদ্দীনের ছেলে।
অভিযোগে জানা যায়, ওই নারী ২০২৩ সালের ৩০ নভেম্বর জুনায়েদ বোগদাদীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। গত রোববার (২১ এপ্রিল) মামলার হাজিরা দিতে গেলে কোর্ট চত্বরে জুনায়েত বোগদাদী এবং তার সন্ত্রাসীবাহিনী দিয়ে ওই নারীকে মেরে ফেলার হুমকি দেয়।
আরও পড়ুন : বিশিষ্ট ব্যবসায়ী জুনায়েদ বোগদাদীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা!
আরও জানা যায়, জুনায়েদ বোগদাদী ওই নারীকে জোর পূর্বক পূর্বের স্বামীকে তালাক করিয়ে বিয়ের নাটক সাজিয়ে কাগজে স্বাক্ষর করিয়ে নেয়। পরে স্বামীর পরিচয় দিয়ে ঠাকুরগাঁও শহরের বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে মাসের মাস ধর্ষণ করে আসছিল। এর কিছুদিন পর ওই নারী বিয়ের কাগজ চান। পরে জুনায়েদ বোগদাদী বিভিন্ন অজুহাত দেখিয়ে কালক্ষেপন করতে থাকে। এক পর্যায়ে বিয়ের বিষয়টি অস্বীকার করে। পরে ওই নারী কোন উপায় না পেয়ে আদালতের আশ্রয় নেন।
ভূক্তভোগী ওই নারী বলেন গত রোববার (২১ এপ্রিল) মামলার হাজিরা দিতে গেলে, জুনায়েদ বোগদাদী ও লোক জন মামলা তুলে নিতে হুমকি দেয় এবং বলেন মামলা তুলে না নিলে জানে মেরে ফেলবো।
জুনায়েদ বোগদাদীর সাথে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন একজন নারী গত রোববার রাতে থানায় সাধারণ ডায়য়েরী করতে আসে। পরে তার অভিযোগ শুনে জিডি গ্রহণ করা হয়। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
https://slotbet.online/