পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর-ফুলবাড়ি মহাসড়কের বাস স্টপেজ স্টেশন চান্দাপাড়া নামক স্থানে শনিবার (২৭ এপ্রিল) সকালে একটি মালামাল বোঝাই পিক-আপ (গাড়ীর নং- ন-১১-১৩৯২) নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিকশা ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ভ্যানযাত্রী আব্দুর রশিদ (৩৫) নিহত হন। আহত হন রায়হান উদ্দীন(৩০)। দু’জনের বাড়ি একই গ্রাম চান্দাপাড়ায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় হঠাৎ করে গরু ঢিশের মত করে মূল রাস্তা থেকে পাশে দাঁড়িয়ে থাকা রিকশা ভ্যানটিকে সজোরে আঘাত করে পিক-আপ ভ্যানটি। এসময় ভ্যান চালক ও যাত্রী দুমড়ে-মুচড়ে একাকার হয়ে যায়।
এতে ঘটনাস্থলে একজন নিহত হন এবং অপরজনকে হাত-পা ভাঙ্গা অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পিক-আপ চালক (৩৮) নাজমুলকে উপস্থিত জনতা আটক করে পিকআপ সহ থানায় সোপর্দ করেছে।
অপরদিকে সকাল সাড়ে ১০ টার সময় একই সড়কের বার্মা ফিলিং স্টেশনের সামনে তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্লান্ট অপারেটর প্রকাশ বাবু (৩২) মোটরসাইকেল যোগে পার্বতীপুর শহরে ঢোকার প্রাক্কালে একটি ভেড়াকে চাপা দিলে ছিটকে পড়ে কলার বন ভাঙ্গা সহ গুরুতর আহত হন। তাকেও দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন রায়ের সাথে কথা হলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
https://slotbet.online/
Muchas gracias. ?Como puedo iniciar sesion?