• শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্নসমর্পণ !

Reporter Name / ১২৮৯ Time View
Update : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

ঠাকুরগাঁও : জেলার রাণীশংকৈল উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছে স্বামী নাজমুল হক। বিষয়টি নিশ্চিত করেন রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম।

বুধবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার লেহেম্বা ইউনিয়নের পদমপুর হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ নাজমুল হকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত নাজমুল উপজেলার লেহেম্বা ইউনিয়নের পদমপুর হাজীপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকাল থেকে রাবেয়া ও তার স্বামী নাজমুলের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বাগবিতন্ডা হয়। ঝগড়ার একপর্যায়ে নাজমুলের সাথে তার স্ত্রীর হাতাহাতি ও মারামারি হয়। একপর্যায়ে নাজমুল স্ত্রীকে মারধর করে বুকে ছুরিকাঘাত করে।

এ ঘটনার পরে স্বজনরা তাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম বলেন, সকালে রাবেয়া ও তার স্বামী নাজমুলের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া ও মারামারি হয় । এর জেরে নাজমুল স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পরে থানায় আসে আত্মসমর্পণ করেন।

এ ইসলাম/টাঙ্গনটাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
HTML Snippets Powered By : XYZScripts.com
https://slotbet.online/
HTML Snippets Powered By : XYZScripts.com