• মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫১ অপরাহ্ন

১১৮ রানের টার্গেট দিলো টাইগ্রেসরা

টাঙ্গন টাইমস ডেস্ক / ৩৫১ Time View
Update : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতেও ব্যাট হাতে সুবিধা করতে পারলো না বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ ভারতের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে ১১৮ রানের টার্গেট দেয় টাইগ্রেসরা।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে দিলারা আক্তার ও নিগার সুলতানা জ্যোতির ব্যাটে ভর করে ৮ উইকেট হারিয়ে ১১৭ রান তোলে বাংলাদেশ নারী দল। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল টাইগ্রেসরা। ওপেনিং জুটিতে ৪৬ রান তোলে দিলারা আক্তার ও মুর্শিদা খাতুন। ৬.৩ ওভারে মুর্শিদা ৯ রানে আউট হলে ভাঙে এই জুটি।

দলীয় সর্বোচ্চ রান আসে দিলারা আক্তারের ব্যাট থেকে। ২৭ বলে ৫ বাউন্ডারিতে ৩৯ রান করেন এই ওপেনার। ৩৬ বলে ১ বাউন্ডারিতে ২৮ রান করেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোঠা। ‘ব্যাক টু ব্যাক’ গোল্ডেন ডাক মারেন ফাহিমা খাতুন। ডাক মারেন শরিফা খাতুনও।

বাংলাদেশের ইনিংসে ৪ ওভারে ২২ রানের খরচায় ২ উইকেট নেন ভারতীয় স্পিনার রাধা যাদব। একটি করে উইকেট নেন রেনুকা সিং, পূজা বস্ত্রকার এবং শ্রেয়াঙ্কা পাটিল।

আরএম/ টাঙ্গন টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
HTML Snippets Powered By : XYZScripts.com
https://slotbet.online/
HTML Snippets Powered By : XYZScripts.com