ঠাকুরগাঁও প্রতিনিধি : জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঠাকুরগাঁও পুলিশ বিপুল পরিমাণ মাদক উদ্ধারসহ ২ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে।
শনিবার (৪ মে) ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং গ্রামের মৃত হাফিজ উদ্দীনের ছেলে মো: মানিক আলম (২৯) এবং বালিয়াডাঙ্গী উপজেলার ফুলতলা গ্রামের আলহাজ্ব মো: আব্দুল আজিজের ছেলে মো: জামিরুল ইসলাম রানা ওরফে মাসুদ রানা (৪৫)।
প্রেস রিলিজে জানানো হয়, গত ২৪ ঘন্টায় পৃথক ৩টি ঘটনায় ৩৫ বোতল ফেনসিডিল, ১৫ লিটার দেশিয় চোলাই মদ উদ্ধারসহ ২ ব্যবসায়িকে গ্রেফতার করা হয়। আইন শৃংখলা পরিস্থিতি সমূন্নত রাখতে পুলিশ পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের ঘোড়াধাপ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জড়িত মানিক আলমকে আটক করা হয়।
অপরদিকে হরিপুর থানা পুলিশের একটি টিম ডাঙ্গীপাড়া প্রাথমিক স্কুল সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ৩০ বোতল ফেনসিডিল ও একটি রেজি: বিহীন মোটরসাইকেল উদ্ধার করে। এবং ঘটনার সাথে জড়িত হরিপুর উপজেলার মারাধর গ্রামের মৃত আ: গণির ছেলে মো: সজিব (২৫) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
এছাড়াও রাণীশংকৈল থানার নন্দুয়ার ভেলাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ১৫ লিটার চোলাই মদ উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত বালিয়াডাঙ্গী উপজেলার ফুলতলা গ্রামের জামিরুল ইসলাম রানা ওরফে মাসুদ রানা (৪৫) কে আটক করে।
পরে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে পীরগঞ্জ, হরিপুর এবং রাণীশংকৈল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়। আটককৃত মানিক আলম ও জামিরুল ইসলাম রানাকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয় এবং মামলার আরেক আসামী সজিব পলাতক রয়েছে।
এ ইসলাম/টাঙ্গনটাইমস
https://slotbet.online/
Hello there, just became aware of your blog through Google,
and found that it’s really informative. I’m gonna watch out for brussels.
I’ll appreciate if you continue this in future.
A lot of people will be benefited from your writing.
Cheers! Najlepsze escape roomy