ঠাকুরগাঁও প্রতিনিধি : বাংলাদেশ বণ গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক দিনব্যাপী কর্মশালা ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ মে) ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট চট্রগ্রামের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সহায়তায় অনুষ্ঠিত কর্মশালায় চট্রগ্রাম বন রসায়ণ বিভাগ, বিএফআরআই’র বিভাগীয় কর্মকর্তা ড. মোহাম্মদ জাকির হোসাইনের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা মো: বশিরুল-আল-মামুন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (হিসাব ও অর্থ) মোছা: লিজা বেগম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বেলায়েত হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো: সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, বন বিভাগের সিনিয়র রিসার্চ অফিসার মো: জহিরুল আলম, ফিল্ড ইনভেস্টিগেটর মিজানুর রহমান প্রমুখ।
কর্মশালায় বিভাগীয় বন কর্মকর্তা ড. মোহাম্মদ জাকির হোসাইন ও অসীম কুমার পাল মাল্টিমিডিয়া প্রজক্টরের মাধ্যমে বিষয়বস্তুর উপরে ভিডিও চিত্র প্রদর্শন করেন। কর্মশালায় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, বণ অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, সড়ক ও জনপদ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বিআরডিবি, সমবায় অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, তথ্য অধিদপ্তর, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, কাঠ ব্যবসায়ি, নার্সারী, করাতকল ও ফার্ণিচার মালিক সমিতির নেতৃবৃন্দ অংশ নেন।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/
Muchas gracias. ?Como puedo iniciar sesion?
buy priligy in uae However, MKK4 is preferably an activator of JNK and MKK3 and MKK6 are the predominant activator of the p38 pathway 39