ঠাকুরগাঁও প্রতিনিধি: গাজায় গণহত্যা বন্ধ ও যুদ্ধবিরতি কার্যকর করার দাবিতে ঠাকুরগাঁওয়ে ছাত্র-জনতা সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৯ মে) দুপুরে ফিলিস্তিন সংহতি মঞ্চ ঠাকুরগাঁওয়ের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিল্পী,লেখক,সাংবাদিক ও শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবী মানুষ অংশ নেয়।
সমাবেশে বক্তারা ইসরাইলী আগ্রাসন,বর্বোরচিত গণহত্যা বন্ধ ও গাজাসহ অবরুদ্ধ ফিলিস্তিনি জনগনের মুক্তির সাথে সংহতি জানিয়ে বক্তব্য দেন।
বক্তারা বলেন, যারা ইসরাইলের এসব অমানবিক, ফ্যাসিবাদী, নৃশংস ঔপনিবেশিক দখল ও হত্যাযজ্ঞকে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক পৃষ্ঠপোষকতা প্রদান করে যাচ্ছে আমরা সেই সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়াসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ভূমিকার তীব্র নিন্দা জানাচ্ছি।
বক্তারা আরও বলেন, অধিকাংশ ক্ষমতাধর আরব ও মুসলিম রাষ্ট্রগুলো যেভাবে এই বর্বরতার মুখেও দর্শক শ্রোতার মত ভূমিকা নিচ্ছে আমরা তার আশু পরিবর্তনের জোর আহবান জানাচ্ছি। সেই সাথে যেসব দেশ ইসরাইলের বর্বরতার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছে এই সমাবেশ থেকে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।
সমাবেশ থেকে আগামী এক সপ্তাহ জুড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যুদ্ধ ও গণহত্যাবিরোধী দেয়ালিকা প্রকাশ এবং অনলাইন প্লাটফর্মে আগ্রাসন বিরোধী প্রচারনা অব্যাহত রাখার কর্মসূচি ঘোষনা করেন।
সমাবেশে সংগঠনের আহবায়ক সেতারা বেগম, সদস্য সচিব মাহবুব আলম রুবেল, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড.আবু সায়েম, জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি চৌধুরী আনোয়ার হোসেন, জেলা উদীচীর সাধারন সম্পাদক রেজওয়ানুল হক রিজু, জেলা জাসদের সদস্য এনামুল হক, লেখক আজমত রানা,সামাজিক আন্দোলন জেলা শাখার সভাপতি সত্য প্রসাদ ঘোষ নন্দন,সংহতি মঞ্চের সদস্য সুজন খান,শিক্ষার্থী সাইয়েদুল মুরসালিন প্রমূখ বক্তব্য রাখেন। সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সকল শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী মেহেদী রাজু খান, অমল টিক্কু,মেহেদী হাসান। গণসংগীত পরিবেশন করেন শিল্পী জ্যোতিষ চন্দ্র বর্মণ।
https://slotbet.online/