ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলা পুলিশের অভিযানে বিভিন্ন থানা এলাকায় ৭৬ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৩৪৫ গ্রাম গাঁজা উদ্ধারসহ উদ্ধারসহ ৭ ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১১) ঠাকুরগাঁও জেলা পুলিশের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন থানা পুলিশের অভিযানে মোট ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের মো: আজিজুল হকের ছেলে মো: রাব্বি ইসলাম (২১)। এ সময় তার কাছ থেকে ২৬ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় আইনের সহিত সংঘাতে জড়িত শিশু মো: রাসেল ইসলাম (১৭) কেও গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মৃত তাইজুদ্দিনের ছেলে। পৌরসভার এসিল্যান্ডপাড়ার মো: আবু তালেবের ছেলে মো: আল আমিন (৩১) । এ সময় ১০৫ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়।
অপরদিকে পীরগঞ্জ থানা পুলিশ কোষারানীগঞ্জ ইউনিয়নের নাককাটি বাজার এলাকায় অভিযান চালিয়ে ভবানীপুর গ্রামের মুনছুর আলীর ছেলে মো: বেলু মিয়া (৩২) ও শিমুলটিয়া গ্রামের মানিক চন্দ্র রায়ের ছেলে জয়ন্ত (২৩) গ্রেফতার করা হয়। এ সময় কে ৩০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়।
বালিয়াডাঙ্গী থানা পুলিশ বড় পলাশবাড়ী ইউনিয়নের মোড়লহাটে মাদকবিরোধী অভিযান চালিয়ে সদর উপজেলার কিসমত দৌলতপুর গ্রামের মো: মোজাম্মেল হকের ছেলে মো: হৃদয় আহমেদ (১৯) কে গ্রেফতার করা হয়। এ সময় ভুট্ট্রা ক্ষেত থেকে ১২০ গ্রাম শুকনো গাঁজাসহ একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এছাড়াও হরিপুর থানা পুলিশ আমগাঁও ইউনিয়নের যাদুরানী বাজার এলাকায় অভিযান চালিয়ে উপজেলার নন্দগাঁও গোনাগাছি গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে মো: হবিবর রহমান হাবিব (৩০) কে ২০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
রুহিয়া থানা পুলিশের অভিযানে ইউনিয়নের ঘনিমহেষপুর (বড়বাড়ী) গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে ওই গ্রামের মো: তোফাজ্জল হোসেনের ছেলে মো: সুজন ইসলাম (২৬) কে ১২০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ। পৃথক ৬টি ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান অপরাধ দমন ও শান্তি শৃংখলা রক্ষা এবং মাদক নির্মুলে জেলা পুলিশ সদা তৎপর রয়েছে।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/