পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : জেলার পার্বতীপুর উপজেলার ল্যাম্ব হাসপাতালে চিকিৎসকের ভুলের কারনে মল্লিকা আক্তার মীম ( ১৮) নামে এক প্রসূতি রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৪ মে) ভোর রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রসূতি রোগীর মৃত্যু হয়।
জানা যায়, উপজেলার তাজ নগর ডাঙাপাড়া গ্রামের প্রসূতি রোগী মল্লিকা আক্তার মীম প্রসব বেদনা নিয়ে ল্যাম্ব হাসপাতালে ভর্তি হন। কিন্তু চিকিৎসকের ভূল সিদ্ধান্ত এবং হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় রোগীর মৃত্যু হয়। পরে রোগীর গর্ভে থাকা শিশুটিকে সিজার করে বের করা হয়। শিশুটিকে জীবীত অবস্থায় বের করা হলেও তার অবস্থা অশঙ্কা জনক।
মৃত প্রসূতির চাচা বলেন তারা সারারাত ধরে ন্যাচারাল পদ্ধতি চালায় ভোর রাতে চাপাচাপির এক পর্যায় প্রসূতির হার্ট এ্যাটাকে মৃত্যু হয়। রোগীর আরেক নিকট আত্নীয় বলেন, আমরা গরীব মানুষ আমাদের কথা কে শোনে অভিযোগই বা কে নেয়। আমরা বার বার বলেছিলাম রোগীর সিজার করেন। সময় নেবেন না। এটি প্রথম ইসু কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ও ডাক্তার আমাদের কথা শুনেননি। তাদের ভূলে রোগীটি মারা যায়।
ল্যাম্ব হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সায়মনের সাথে কথা হলে তিনি জানান, আমরা যথা সাধ্য চেষ্টা করেছি। রাত শেষের দিকে হঠাৎ প্রসূতির অবস্হা খারাপ হয়ে যায় ।পরে শিশুটিকে বাঁচাতে সিজার করি। শিশুটি বেঁচে আছে তবে কিছুটা শ্বাসকষ্ট রয়েছে।
এ ব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন প্রসূতি মৃত্যুর সংবাদ শুনেছি। তবে কি কারণে মৃত্যু হয়েছে এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/