পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জেলার পার্বতীপুর উপজেলায় মাদক প্রতিরোধে মানববন্ধন কর্মসুচী পালন করেছে এলাকাবাসি।
শুক্রবার (৭ জুন) রাতে উপজেলার নারায়নপুর গ্রামে ভবেশ বাবুর খুলিয়ানে এ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ সর্বস্থরের মানুষ অংশ নেয়।
পরে রমেশ বাবুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সংশ্লিষ্ট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজগর আলী, বীর মুক্তিযোদ্ধা তরনীকান্ত রায়, বিজিত চেয়ারম্যান শামসুর রহমান কনু, মহিলা ইউপি সদস্য কার্তিকিণী রায়,সাবেক ইউপি সদস্য ননীগোপাল ও যুব সংঘের জীবন চন্দ্র রায় প্রমুখ।
বক্তারা বলেন সম্প্রতি গ্রামের কতিপয় বিপদগামী লোক গ্রামটিতে মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছে। ফলে কমল মতি ছেলে-মেয়েরা ঝুঁকির মধ্যে পড়েছে। ইতোমধ্যে কিছু যুবক সেবন শুরু করেছে। দিনরাত বাহিরের অচেনা লোকজনের সমাগম হচ্ছে গ্রামে। বাড়ী চুরি হচ্ছে প্রতিরাতে।
বীর মুক্তিযোদ্ধা তরনী কান্ত রায় জানান, দুষ্কৃতকারী গ্রামীণ দলটি শহরের মাদক সিন্ডিকেটের সাথে জড়িত হয়ে ইয়াবা গাজা ফেনসিডিল নিয়ে আসছে এবং বিক্রি করছে। অতুল চন্দ্র রায় জানান, আমাদের জন্মস্হান নারায়নপু গ্রামটি এখন মাদক সম্রাটদের রাজ্যে পরিনত হয়েছে।
মানব বন্ধন চলাকালে যুব সংঘের নেতৃত্বে যুবকরা মাদকবিরোধী নানা শ্লোগান দিয়ে অনতি বিলম্বে অপরাধীদের গ্রেতারের দাবি জানান।
সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজগর আলী বলেন, ইতোমধ্যে আমরা নাম উল্লেখ করে পুলিশ প্রশাসন উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।
ইউপি মহিলা সদস্য কার্তিকীনি রায় বলেন, আমরা সামাজিক আন্দোলনের অংশ হিসেবেই এই প্রতিবাদে অংশ নিয়েছি।নারায়নপুর গ্রামকে মাদকমুক্ত করেই ছাড়ব।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/