পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : জেলার পার্বতীপুর উপজেলায় বসত বাড়ির উপর ঝড়ে পড়ে যাওয়া বট গাছ ৮ দিন পেরিয়ে গেলেওে আজও অপসারণ করা হয়নি । এমন পরিস্থিতিতে খোলা আকাশের নীচে মানবেতন দিন পাড় করছেন ওই গ্রামের দুই পরিবার।
স্থানীয়রা জানায়, ঈদের আগের দিন (১৬ জুন) ঝড়ে উপড়ে গিয়ে পুরাতন একটি বটগাছ উপজেলার রামপুর ইউনিয়নের ভোটগাছ গ্রামের দরিদ্র কৃষক মমিনুল ইসলামের বসতবাড়ির টিনের চালে পড়লে ঘরটি দুমড়ে মুচড়ে যায়। হতাহতের কোন ঘটনা না ঘটলেও এ সময় ঘরে থাকা সকলে অখ্যত অবস্থায় বেরিয়ে আসে। এ ঘটনায় মোকছেদুল হক ও তার পরিবার এই দূর্ভোগের শিকার হয়েছেন।
কিন্তু গাছ অপসারণের জন্য ভুক্তভোগীরা স্থানীয় জনপ্রতিনিধিদের শ্মরনাপন্ন হলেও ৮ দিনেও সরানো হয়নি বা কোন উদ্যোগ লক্ষ্য করা যায়নি। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে।
ভুক্তভোগী মোখছেদুল বলেন,আমাদের জীবন মরন সমস্যা অথচ যার কাছে যাই তিনি বলেন তার কাছে যান এভাবেই চলছে।
মুঠোফোনে বিষয়টি নিয়ে কথা হলে রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একরামুল হক জানান, ঘটনা জেনেছি ভুক্তভোগীদের সাথে কথা বলে গাছ কাটার ব্যাবস্থা করা হবে।
বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা খাতুন বলেন বিষয়টি জেনেছি খুব দ্রুত প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ইমলাম/টাঙ্গন টাইমস