• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সক্রিয়করণ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে টাটা’র নতুন শো-রুম উদ্বোধন অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে ঠাকুরগাঁওয়ে রোজিনাসহ আটক-৪ রেলওয়ের অসংগতিগুলো খতিয়ে দেখা হচ্ছে -ফাওজুল কবির খান সংসারের হাল ধরতে চেয়ে নিজেই এখন বোঝা ; গুনতে হচ্ছে মৃত্যুর প্রহর! আজারবাইজানে কপ-২৯ সম্মেলনে ইএসডিওর সাইড ইভেন্ট অনুষ্ঠিত খুলনায় যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত ২৬ নভেম্বর থেকে সাত দিনব্যাপী খুলনায় বিভাগীয় বইমেলা দেশকে এমনভাবে গড়তে চাই, জনগণই হবে সকল ক্ষমতার মালিক-প্রধান উপদেষ্টা সাফ ফুটবল জয়ী তিন কন্যাকে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সংবর্ধনা

উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্নসাতের অভিযোগ !

Reporter Name / ৪০১ Time View
Update : শনিবার, ২৯ জুন, ২০২৪

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: আত্মীয় স্বজনদের প্রশিক্ষণার্থী বানিয়ে ভাতার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পাট উন্নয়ন কর্মকর্তা ঝরনা আক্তারের বিরুদ্ধে। আর এই অনিয়মের সত্যতাও পেয়েছেন উপজেলা প্রশাসন ও জেলা পাট উন্নয়ন কর্মকর্তা।

জানা গেছে, উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় গত বৃহস্পতিবার (২৭ জুন) বিকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে দিনব্যাপী ১৫০ জন পাট ও বীজ চাষীকে প্রশিক্ষণ প্রদানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও পাট ও বস্ত্র মন্ত্রণালয়। এতে ৯২ জন চাষী অংশ নেয়। প্রত্যেক চাষির জন্য মাথা প্রতি বরাদ্দ ১ হাজার টাকা। দুই ধাপে ৩০০ জন চাষীকে প্রশিক্ষণ দেওয়ার কথা। আর প্রশিক্ষণার্থীরা  স্ব-স্ব উপজেলার চাষী উপস্থিত থাকার কথা। কিন্তু ৯২ জন অংশগ্রহণকারির মধ্যে ৬০ জনই পার্শ্ববতী পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলার বাসিন্দা।

এর মধ্যে উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তার নিকট আত্নীয় শ্বশুড়, দেবর, চাচাতো ভাইও ছিলেন বলে জানা গেছে।

বড়বাড়ী ইউনিয়নের ইউপি সদস্য আশরাফুল ইসলাম জানান, আমার নির্বাচনী এলাকার পরিচয় দিয়ে প্রশিক্ষণে অংশ নিয়েছিল পীরগঞ্জের কয়েকজন চাষী। খবর পেয়ে এসে দেখি সকলেই অপরিচিত। জিজ্ঞাসা করলে জানা যায় অনেকে পাট উন্নয়ন কর্মকর্তা ঝরনা আকতারের আত্মীয়-স্বজন হবেন। উনার শ্বশুড়ও ছিলেন। দ্রুত চলে গেছেন আমাকে দেখে।

পাড়িয়া ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বী রুবেল জানান, আমাকে ফোন দিয়ে পাট কর্মকর্তা ২ জন চাষীকে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য পাঠাতে বলে। আমি সে অনুযায়ী দুইজন চাষীকে পাঠালে তাদের ফিরিয়ে দেওয়া হয়।

আত্মীয়-স্বজনদের এনে প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে জানতে চাইলে বালিয়াডাঙ্গী পাট উন্নয়ন কর্মকর্তা ঝরনা আকতার জানান, তারা কিভাবে এসেছে আমি জানি না। এ বিষয়ে আর কিছু বলতে রাজি হননি তিনি।

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা পাট উন্নয়ন কর্মকর্তা ওয়াসিম কুমার মালাকার বলেন, অন্য উপজেলা থেকে চাষী এনে প্রশিক্ষণের সত্যতা পাওয়া গেছে। উপজেলা নির্বার্হী কর্মকর্তার সাথে বলে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফছানা কাওছার জানান, অন্য উপজেলা থেকে আত্মীয় স্বজনদের এনে প্রশিক্ষণার্থী বানানোর ঘটনার সত্যতা মিলেছে। এ অনিয়মের শাস্তি হিসেবে পাট উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হবে।

এ ইসলাম/টাঙ্গন টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
HTML Snippets Powered By : XYZScripts.com
https://slotbet.online/
HTML Snippets Powered By : XYZScripts.com