• মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :

চেয়ারম‌্যান ও আ’লীগ নেতা শেখ র‌বিউল হত্যা মামলায় তারা গ্রেফতার

Reporter Name / ২৮৫ Time View
Update : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

খুলনা ব্যুরো : অ‌নেক নাট‌কিয়তার অবসান ঘটিয়ে চু‌পিসা‌রে সকাল সা‌ড়ে ৯ টায় চেয়ারম‌্যান ও আওয়ামীলীগ নেতা শেখ র‌বিউল ইসলাম র‌বি হত‌্যা মামলার আসামী হি‌সে‌বে আদাল‌তে পাঠা‌নো হ‌য়েছে আবাসন ব‌্যবসায়ী আওয়ামীলীগ নেতা আজগর বিশ্বাস তারা‌কে।

মঙ্গলবার ( ৯ জুলাই) সকাল সা‌ড়ে ৯ টায় আদালতে পাঠায় জেলা গো‌য়েন্দা পু‌লিশ।

জানা গেছে, সোমবার (৮ জুলাই) তারা বিশ্বাস‌কে রা‌য়েরমহল তার ব‌্যবসায়ী কার্যালয় বিশ্বাস প্রপা‌র্টিজ থে‌কে আটক ক‌রে জেলা গো‌য়েন্দা পু‌লি‌শের এক‌টি টিম। এরপর তারা বিশ্বাস‌কে আট‌কের ঘটনা নি‌য়ে জেলা গো‌য়েন্দা, পু‌লিশ, ডুমু‌রিয়া থানা পু‌লিশ তথ‌্যদি‌তে নানা টালবাহনা ক‌রে। আজ মঙ্গলবার (৯ জুলাই) সকা‌লে ক‌ঠোর গোপনীয়তা ম‌ধ্যে তারা বিশ্বাস‌কে আদাল‌তে সোপর্দ করা হয়। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানালে বিজ্ঞ আদালত ৫ দি‌নের রিমান্ড মঞ্জুর ক‌রে।

তারা বিশ্বাসকে আটকের সময় তার ব‌্যবহৃত শর্টগান, বিপুল প‌রিমান গু‌লি ও গু‌লির খোসা জব্দ ক‌রে পু‌লিশ। তারা বিশ্বাস‌কে আট‌কের ঘটনা নি‌য়ে জেলা গো‌য়েন্দা, পু‌লিশ, ডুমু‌রিয়া থানা পু‌লিশ তথ‌্যদি‌তে নানা টালবাহানা ক‌রে। ‌

আরও পড়ুন : খুলনায় আ’লীগ নেতা তারা বিশ্বাসকে আটক করেছে পুলিশ

জেলা গো‌য়েন্দা পু‌লি‌শের ও‌সি মোঃ না‌সির জানান, মামল‌াটি তদন্ত কর‌ছে ডুমু‌রিয়া থানার ও‌সি (তদন্ত) মোঃ শাহীনুর রহমান, ছায়া তদ‌ন্তে র‌য়ে‌ছে জেলা গো‌য়েন্দা পু‌লিশ। আজগর বিশ্বাস তারার ‌অফিস থে‌কে জব্দকৃত শর্টগান ও গু‌লির বিষ‌য়ে ডি‌বি ও‌সি মোঃ না‌সির জানান, হত‌্যাকা‌ন্ডে তার অস্ত্র ও গু‌লি ব‌্যবহার হ‌য়ে‌ছে কি না এবং গু‌লির খোসা খ‌তি‌য়ে দেখা হ‌চ্ছে।

ত‌বে অ‌ভি‌যোগ ‌উঠে‌ছে গণমাধ‌্যম কর্মী‌দের চক্ষু আড়াল ক‌রে আসামী হ‌য়েও তারা বিশ্বাস‌কে বি‌শেষ সু‌বিধা দি‌য়ে মঙ্গলবার আদাল‌তে নেয়া হ‌য়ে‌ছে। এ বিষ‌য়ে মামলার তদন্তকারী কর্মকর্তার সরকা‌রি ফো‌নে ‌বেশ ক‌য়েকবার ফোন করা হ‌লেও তি‌নি ফোন রি‌সিভ ক‌রেন‌নি। গত শনিবার রাত ১০টার দিকে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে খুলনার ভাড়াবাড়িতে ফেরার পথে খুলনা-সাতক্ষীরা সড়কে গুটুদিয়া এলাকায় রবিউল ইসলামকে গুলি করে হত্যা করা হয়। শরাফপুরে নিজের বাড়ি থাকলেও তিনি স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে খুলনা নিরালা আবাসিক এলাকার ভাড়াবাড়িতে বসবাস করতেন।

তারা বিশ্বাস উপজেলা চেয়ারম্যানে নির্বাচন তার জন্য অনেক ক্ষতির কারন হয়ে দাঁড়িয়েছে বলে অনেকে মনে করেন। আবাসন ব্যবসার নামে সরকারী জায়গা, খাল দখলের অনেক অভিযোগ আছে তার বিরুদ্ধে। যে কারনে অল্পসময়ে অঢেল অর্থ সম্পদের মালিক হয়েছে সে। অর্থের দাপটে সে ধরাকে সরা জ্ঞান করতোনা বলে অনেক অভিযোগ উঠেছে তার নামে।

মটরসাইকেল সাইড দিতে দেরী হওয়ায় পিরোজপুরে এক ছাত্রলীগ নেতাকে তার গাড়ী থেকে আগ্নেয়াস্ত্র বের করে গুলি করতে উদ্ধত হবার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এ ইসলাম/টাঙ্গন টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/