পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপ লাইন রিসিপ্ট টার্মিনাল, সোনাপুকুর, চিরিরবন্দরের ১৫০ মেগাওয়াট সৈয়দপুর বিদ্যুৎ কেন্দ্র ৭ কি.মি. পর্যন্ত পাইপ লাইন স্থাপনের নির্মানাধীন ডিসপাস টার্মিনাল (ডিটি) ও এসভি স্টেশন- ০৫ সরেজমিনে, ইন্ডিয়া-বাংলাদেশ পাইপ লাইন প্রকল্পের আওতায় নীলফামারী জেলার সৈয়দপুরের বিদ্যুৎ কেন্দ্রের অর্ভান্তরে রিসিপ টার্মিনাল পরিদর্শন করেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিবিপিসি)-র চেয়ারম্যান আমিন উল আহসান।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে ইন্ডিয়া-বাংলাদেশ পাইপ লাইন প্রকল্পের আওতায় নীলফামারী জেলার সৈয়দপুরের বিদ্যুৎ কেন্দ্রের অর্ভান্তরে রিসিপ টার্মিনাল পরিদর্শনকালে তিনি এ সব কথা বলেন। এসময় নিকটস্থ রেলহেড ডিপো পরিদর্শন করেন তিনি।
এছাড়াও স্থানিয় কিছু সমস্যা নিয়ে রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন ও জ্বালানী তেল পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে স্থানীয় সাংবাদিকদের ব্রিফ কালে তিনি জানান, বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপ লাইন রিসিপ্ট টার্মিনাল উত্তরাঞ্চলে জ্বালানী তেল সরবরাহের একটি রাজধানী।
ইতিমধ্যে ভারত থেকে পার্বতীপুরে ডিজেল তেল আসা শুরু হয়েছে, এতে অনেক দেশীয় মুদ্রার সাশ্রয় হচ্ছে। এ পদ্ধতিতে আরো বেশি বেশি তেল এনে মজুত রাখার জন্য রেল হেড ডিপোর পার্শে ভারতের নুমালীগড় থেকে বাংলাদেশের পার্বতীপুর রিসিপ টার্মিনালে বিশাল আধারের তেল ধারনের ৬টি ট্যাঙ্ক স্থাপন করা হয়েছে।
তিনি আরো জানান, রিসিপ টার্মিনাল স্থাপনের ফলে ট্যাংকলরি টার্মিনালটির ভ‚মি ব্যবহার করায় তাদের টার্মিনাল নির্মানে যে বিঘ্নতার সৃষ্টি হয়েছিল তা নিরসনে আমরা রেলের কাছ থেকে ১ একর সম্পত্তি অধিগ্রহণ করেছি সেখানে লরি টামিনালসহ শ্রমিকদের সকল প্রকার লজিষ্টিক সাপোর্টের স্থাপনা করে দেওয়া হবে।
এর পাশাপাশি তেল পরিবহন মালিক সমিতি তাদের কার্যালয়সহ প্রয়োজনীয় স্থাপনা গড়ে তুলবেন। এতে এই এলাকার মানুষের জ্বালানী তেল পেতে কষ্ট লাঘব হবে এবং দেশের অর্থ সাশ্রয় হবে।
উল্লেখ্য যে, গত ২০২৩ সালের ১৮ মার্চ দু’দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী ভূ-অভ্যন্তরের পাইপ লাইন রিসিপ্ট টার্মিনালটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন। টার্মিনালটি পরিদর্শনকালে তার সাথে ছিলেন ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপ লাইন প্রকল্পের পিডি টিপু সুলতান, বিপিসির পরিচালক যুগ্ন সচিব কবির মাহমুদ বিপিসির চেয়ারম্যান সচিব মোঃ আহাম্মদুল্লাহ্সহ পদ্মা, মেঘনা, যমুনার উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন ও রেল হেড ডিপো ইনচার্জ (পদ্মা) আখেরুজ্জামান আখের, মেঘনার ম্যানেজার কাজী রবিউল ইসলাম ও দিনাজপুর জেলার তেল পরিবহন মালিক সমিতির সাধারন সমম্পাদক রজব আলী সরকারসহ বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তাগন।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/