দিনাজপুর প্রতিনিধি: প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি মৌসুমে দিনাজপুরে তুলা ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ করা হয়েছে।
তুলা উন্নয়ন বোর্ড ঠাকুরগাঁও জোনের আওতায় দিনাজপুর সদর ইউনিটের উদ্যোগে মঙ্গলবার (৯ জুলাই) তুলা গবেষণা প্রশিক্ষণ ও বীজ বর্ধন খামার, সদরপুর, দিনাজপুরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আরও পড়ুন: তুলা উন্নয়ন বোর্ডের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ
তুলা উন্নয়ন বোর্ডের গবেষণা প্রশিক্ষণ ও বীজ বর্ধন খামারে দিনাজপুর সদরের কটন এগ্রোনমিস্ট এ এইচ এম কায়কোবাদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি দিনাজপুরের উপ-পরিচালক মো: নূরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তুলা উন্নয়ন বোড ঠাকুরগাঁও জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা সেলিনা আকতার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি দিনাজপুর সদর উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুরভী আকতার, আরও বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জোনের তুলা উন্নয়ন কর্মকর্তা পহিদা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে দিনাজপুর সদর এবং কাহারোল উপজেলার ২০ জন কৃষকের মাঝে বিনা মূল্যে সার, হাইব্রিড তুলা বীজ, বালাইনাশক, বৃদ্ধি নিয়ন্ত্রকসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/