ঠাকুরগাঁও প্রতিনিধি: কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নেমেছে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৬ জুলাই) সকালে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে বৈষম্যমূলক কোটা পদ্ধতি সংস্কার ও ২০১৮ এর পরিপত্র পুনর্বহালের দাবিতে এ আন্দোলনে কর্মসূচি পালন করেন তারা।
ঘন্টা ব্যাপী এ বিক্ষোভ মিছিলে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেন।
আরও পড়ুন:ঠাকুরগাঁওয়ে কোটা সংস্কার আন্দোলনে দফায় দফায় সংঘর্ষ, সড়ক অবরোধ
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, “প্রধানমন্ত্রীর কথায় আমরা ব্যথিত হয়েছি। আমরা অধিকার চেয়েছিলাম প্রধানমন্ত্রী আমাদেরকে রাজাকার বানিয়ে দিয়েছে। আজ আমরা আমাদের অধিকার মেধার যোগ্য স্থান চেয়েছি। যেখানে দেশ গড়তে মেধাবীদের বিকল্প নেই, সেখানে অযোগ্য লোকদের বসিয়ে দেশের ক্ষতি করা হচ্ছে।
তাই আমরা আমাদের কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলন চালিয়ে যাব, যতদিন পর্যন্ত আমাদের এই দাবি মেনে না নেওয়াা হবে। আমরা আন্দোলন থেকে পিছপা হব না।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/