নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁও : জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় অবৈধ ভাবে বিপুল পরিমাণ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিবিসি)’র তেল-ডাল-চাল মজুদ রাখার দায়ে একরামুল হক নামে এক ডিলারকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৩০ জুলাই) ভ্রাম্যমান আদালতের বিচারক বালিয়াডাঙ্গী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরাফাত হোসাইন এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত একরামুল হক বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের বোয়ালধার গ্রামের ইসাহাক আলীর ছেলে। তিনিও টিসিবির একজন ডিলার।
জানা গেছে, মঙ্গলবার দিনভর উপজেলার ভানোর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে টিসিবির পণ্য বিক্রি করা হয়। সে সময় তার কিছু সাজানো লোকজন টিসিবি’র পন্য ক্রয় করে। সেই পন্য এনে বোয়ালধার বাজারের একটি দোকান ঘরে রাখা হয়।
গোপন সংবাদের ভিত্তি মঙ্গলবার দিবাগত রাতে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার ভূমি খবর পেয়ে রাত সাড়ে ১০টায় পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করে। এ সময় ২১৬ টি দুই লিটারের সয়াবিন তেল, ৯ বস্তা চাল ও ২৫০টি ডালের প্যাকেট জব্দ করে এবং ডিলার একরামুল হককে অবৈধ উপায়ে টিসিবির পণ্য রাখার দায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়।
স্থানীয়রা জানায়, ওই ডিলার টিসিবির পণ্য এনে গুদাম ঘরে রাখে, পরে সেগুলো ব্যবসায়ীদের নিকট বিক্রি করে।
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফছানা কাওছার বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যারা অবৈধ উপায়ে পণ্য বিক্রী করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/