ঠাকুরগাঁও প্রতিনিধি: ধর্মীয় সংখ্যালঘু ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠানের উপর হুমকী-হামলা-অগ্নি সংযোগ, উপসনালয় ও ভাস্কর্য ভাংচুরের বিরুদ্ধে ছাত্র-জনতার প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের তৎপরতা বৃদ্ধির দাবিতে ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগষ্ট) শহরের চৌরাস্তায় দেড়ঘন্টাব্যপি এ প্রতিবাদ সভার আয়োজন করে ঠাকুরগাঁওয়ে বৈষম্য বিরোধী জনতা।
এতে বক্তব্য রাখেন জেলা উদীচীর সভাপতি সেতারা বেগম, লেখক আজমত রানা, তেল-গ্যাস-খনিজ সম্পদ রক্ষা কমিটির জেলা শাখার সদস্য সচিব মাহাবুব আলম রুবেল, সাংস্কৃতিক কর্মী রেজওয়ানুল হক রিজু, মাসুদ আহমেদ সূবর্ণ, এমএস আহমেদ রাজু, গোলাম সারোয়ার সম্রাট, সাবেক ছাত্র নেতা মমিনুর রহমান বিশাল, দৈনিক সারাবাংলার জেলা প্রতিনিধি এমদাদুল ইসলাম ভূট্টো, সংবাদকর্মী আবু বক্কর সিদ্দিক, জেলা সিপিবির সাধারণ সম্পাদক অ্যাড.আবু সায়েম, সহসাধারণ সম্পাদক আহছানুল হাবিব বাবু প্রমূখ।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/