সুজন কুজুর, সদর প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ও সালন্দর ইউনিয়নে বিষাক্ত সাপের কামড়ে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী অফিসার মো. বেলায়েত হোসেন।
নিহতরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট সৈয়দপুর গ্রামের জাকিরুল ইসলামের মেয়ে জান্নাত (১২) ও ইয়াকুব কালুক্ষেত্র গ্রামের সোনাপ তির্কীর ছেলে আদিত্য তির্কী (৭)।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে জান্নাত বাড়িতে ঘুমিয়ে ছিল। হঠাৎ রাত ১২টার পর সাপ কামড়ে দেয়। এতে ব্যথা অনুভব করে। পরে ধীরে ধীরে সারা শরীরে বিষ ছড়িয়ে পড়ে। হাসপাতালে নেওয়ার পথেই মারা যায় জান্নাত। সে সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়তো।
অপরদিকে একই দিন দিবাগত রাতে আদিত্য তির্কী ঘুমিয়ে পড়ে। রাত ২ টার দিকে সাপ কামড় দেয়। পরে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক দিনাজপুর এম আব্দুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে দিনাজপুরে নিয়ে যাওয়া সময় তার মৃত্যু হয়। সে কালুক্ষেত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
তবে আদিত্যের মৃত্যু ঘটনায় তার পিতা সোনাপ তির্কী ক্ষোভ প্রকাশ করে বলেন চিকিৎসার অভাবে আমার ছেলের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী অফিসার মো. বেলায়েত হোসেন বলেন, দুই শিক্ষার্থীর মৃত্যুর খবর শুনেছি। অনাকাঙ্খিত মৃত্যু কাম্য নয়। সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/