ঠাকুরগাঁও প্রতিনিধি: কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন ঠাকুরগাঁও পৌরসভার সাবেক মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সাবেক মেয়র বন্যার স্বামী সাংবাদিক এটিএম সামসুজ্জোহা আজকের পত্রিকাকে জানিয়েছেন,দিনাজপুর কারাগারে বন্দি অবস্থায় রয়েছেন তার স্ত্রী বন্যা। গতকাল থেকে তিনি বুকে ব্যাথা ও প্রচণ্ড শ্বাস কষ্টে ভুগছেন। তার উন্নত চিকিৎসার জন্য দ্রুত মুক্তি দেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন,প্রায় দুই বছর আগে ভারতের চেন্নাই একটি হাসপাতালে তার স্ত্রী বন্যার চিকিৎসা করা হয়। ওই সময় থেকে তিনি শ্বাসকষ্ট, ফুসফুসে সংক্রম ও পেটে পাথর সহ নানা রোগে ভুগছেন।
আঞ্জুমান আরা বন্যার আইনজীবী ফজলে আলম বকুল বলেন,কারাগারে ডিভিশনের জন্য ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করা হয়েছে। কিন্তু রায় দেননি বিচারক। জেলখানার অস্বাস্থ্যকর পরিবেশের কারণে তিনি আর অসুস্থ হয়ে পড়েছেন।
গত ২২ আগস্ট সাবেক মেয়র বন্যাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে একটি হত্যা মামলায় ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠায় আদালত। এর কয়েকদিন পরে তাকে দিনাজপুর জেলা কারাগারে স্থানান্তর করে কারা কর্তৃপক্ষ।
খোঁজ নিয়ে জানা গেছে, আঞ্জুমান আরা বেগম মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও ঠাকুরগাঁও পৌরসভার প্রথম নারী মেয়র। তিনি দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় জড়িত ছিলেন। দৈনিক আমাদের সময় ও দৈনিক কালবেলার পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কাজও করেছেন।
আইনে স্নাতক ডিগ্রি লাভের পর কিছুদিন শিক্ষানবিশ আইনজীবী হিসেবেও কাজ করেছেন তিনি। তাঁর স্বামী এ টি এম সামসুজ্জোহাও পেশায় সাংবাদিক। তিনি দৈনিক যুগান্তর ও বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/