• শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন

পর্যটন কেন্দ্র করা হবে রাণীশংকৈল রাজা টংকনাথের রাজবাড়ি

Reporter Name / ৮৪৮ Time View
Update : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: জেলার রাণীশংকৈল উপজেলার কুলিক নদীর পাশে অবস্থিত ঐতিহাসিক রাজা টংকনাথের রাজবাড়ি। দীর্ঘদিন অযত্ম-অবহেলা আর সংস্কারের অভাবে রাজবাড়িটি ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছিলো এবং হয়ে উঠেছিল মাদকসেবীদের আস্তানা। তবে এই রাজবাড়ি পর্যটন স্পট কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম প্রধান।

শনিবার (৫ অক্টোবর) রাণীশংকৈল রাজা টংকনাথের রাজবাড়ী, জগদল জমিদার বাড়ি ও হরিপুর উপজেলার রাজবাড়ী পরির্দশণ শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রাজবাড়ি পরিদর্শনে প্রত্নতত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম প্রধান অতিথির বক্তব্যে বলেন, রাজবাড়ীগুলো ইতিহাস ঐতিহ্যের প্রতিক। এগুলো সংস্কার করা জরুরী।

ইতিমধ্যে রাজা টংকনাথের রাজবাড়ী সংস্কারের কাজ চলছে। পর্য়ায়ক্রমে জেলার তিনটি রাজবাড়ী ও জমিদার বাড়ি সংস্কার করে এগুলোকে পর্যটন কেন্দ্র হিসাবে রুপান্তর করা হবে। তিনি রাজবাড়ীগুলো সংরক্ষন ও রক্ষনাবেক্ষনের জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান।

তিনি বলেন,রাজবাড়ীগুলো অব্যশই সংস্কার করে দ্রুত পর্যটন কেন্দ্র রুপান্তর করে সকলের জন্য উন্মুক্ত করা হবে।

জানা গেছে, রাণীশংকৈল রাজা টংনাথের রাজবাড়ি সংস্কারের জন্য ২০২২ সালের আগস্ট মাসে হাইকোর্টের নজরে আনেন রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের প্রয়াত ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের ছোট ছেলে সুপ্রিম কোর্টের আইনজীবী মেহেদী হাসান শুভ। পরে হাইকোর্টের নির্দেশে প্রত্নতাত্ত্বিক বিভাগ জমিদারি বাড়িটি প্রাথমিক সংস্কারের জন্য ১০ লাখ টাকা দরপত্র আহ্বান করা হয়। সে কাজের দায়িত্ব পান  রাণীশংকৈল উপজেলার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বকুল ট্রেডার্স।

সুপ্রিম কোর্টের আইনজীবী মেহেদী হাসান শুভ বলেন, পুরোনো ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার চিন্তা থেকেই হাইকোর্টের নজরে রাজবাড়ী সংস্কারের বিষয়টি তোলা হয়েছিল। হাইকোর্টের নির্দেশে বহু বছর পর রাজবাড়ীটি সংস্কার কাজ শুরু হয়েছে।

এ আইনজীবী আরো বলেন, এটি সংস্কার হলে একদিকে মানুষ বিনোদনের জায়গা পাবে। অন্যদিকে সরকারের রাজস্বের টাকার আয় বাড়বে বলে তিনি মনে করেন।

অনুষ্ঠানে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রেস ক্লাব সভাপতি মোবারক আলীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-রাণীশংকৈল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, রংপুর তাজহাট জমিদার বাড়ীর কাস্টোডিয়ান খায়রুল বাসার স্বপন, দিনাজপুর কান্তনগর প্রতœতাত্বিক যাদুঘরের সহকারী কাস্টোডিয়ান শিহাব হোসেন, মহাপরিচালকের বোন সাবেক প্রধান শিক্ষক উম্মেশ সালমা, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সুমন আলী,বাচোর ইউনিয়ন যুবদলের সভাপতি আনসারুল ইসলাম,ছাত্রদল নেতা আরজু প্রমুখ।

উল্লেখ্য, এসব রাজবাড়ী দীর্ঘদিন ধরে অবহেলিত ভাবে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কৃতি সন্তান সুপ্রিম কোর্টের আইনজীবি এ্যাডভোকেট মেহেদী হাসান শুভ হাইকোর্টে রিট করায় প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের নজরে আসার ফলে সংস্কারের কাজ শুরু করা হয়।

এ ইসলাম/টাঙ্গন টাইমস


আপনার মতামত লিখুন :

2 responses to “পর্যটন কেন্দ্র করা হবে রাণীশংকৈল রাজা টংকনাথের রাজবাড়ি”

  1. tlover tonet says:

    This blog is definitely rather handy since I’m at the moment creating an internet floral website – although I am only starting out therefore it’s really fairly small, nothing like this site. Can link to a few of the posts here as they are quite. Thanks much. Zoey Olsen

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
HTML Snippets Powered By : XYZScripts.com
https://slotbet.online/
HTML Snippets Powered By : XYZScripts.com