ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মহাঅষ্টমীর রাতে প্রতিটি পূজামন্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা বিএনপি নেতৃবৃন্দ।
শুক্রবার (১১ অক্টোবর) রাতে তিনি ঠাকুরগাঁওয়ের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শণ করেন এবং মতবিনিময় করেন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন এ সময় বলেন, এই দেশেটি যেমন প্রতিটি মুসলমানের তেমনি প্রতিটি হিন্দু, প্রতিটি বৌদ্ধ, প্রতিটি খৃষ্টানের । এই সমঅধিকার এর প্রশ্নে একবিন্দু ছাড় নেই।
তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ও বিএনপি মহাসচিবের শারদীয় শুভেচ্ছা সনাতনী ধর্মের মানুষকে পৌঁছে দিচ্ছেন বলে জানান। ফাড়াবাড়ি, স্কুল হাট, গড়েয়া, হল পাড়া, আশ্রমপাড়াসহ সদর উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
শুক্রবার সারারাত ব্যাপী পূজামন্ডপগুলোর পাহাড়ায় তৎপর ছিল বিএনপি ও অঙ্গসংগঠনের স্বেচ্ছাসেবকরা। পূজারীরা প্রতিটি দুর্গাপূজার আয়োজনে অনুদান, স্বেচ্ছাসেবক ও সবকিছু দিয়ে বিএনপির এই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেনএবং তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন।
এ সময় উপস্থিত ছিলেন পূজা কমিটি ও বিএনপি-অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বালিয়াডাঙ্গি, পীরগঞ্জ, রাণীশংকৈল, হরিপুরসহ জেলার সবখানে দুর্গাপূজার সময় তৎপর দেখা গেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/