পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: পার্বতীপুরের সরকার পাড়া আলিম মাদ্রাসার বর্তমান উপাধ্যক্ষ এবং সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলামের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে মাদ্রাসা ক্যাম্পাসে আয়োজিত এ মানববন্ধন থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করা হয়।
শিক্ষার্থী ও এলাকাবাসী মিলে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে। তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে রফিকুল ইসলামের অপসারণ দাবি করে। বিক্ষোভে বক্তৃতা রাখেন এলাকাবাসীর পক্ষে মাহাবুর রহমান সংগ্রাম, সাংবাদিক আতিকুর রহমান আতিক, নুর আলম, এবং রুবিনা পারভীন রুবি।
বক্তারা অভিযোগ করেন, রফিকুল ইসলাম মাদ্রাসার নিয়োগ প্রক্রিয়ায় বাণিজ্যসহ নানা দুর্নীতিতে জড়িত। তাঁর অপশাসনের কারণে মাদ্রাসার শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে, এবং শিক্ষার্থী সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। মানববন্ধনের সময় মাদ্রাসা খোলা থাকলেও রফিকুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন না, এবং তাঁর অফিস কক্ষ তালাবদ্ধ ছিল।
এ বিষয়ে জানা গেছে, রফিকুল ইসলাম এবং সাবেক অধ্যক্ষ ইউসুফ মন্ডলের মধ্যে নানা বিষয়ে বিরোধের কারণে একাধিকবার পাল্টাপাল্টি অপসারণ ও পদায়নের ঘটনা ঘটেছে। এর ফলে মাদ্রাসায় অস্থিতিশীলতা তৈরি হয়েছে। সম্প্রতি এই বিরোধের মীমাংসা না হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন মাদ্রাসার অফিস কক্ষ তালাবদ্ধ করে দেন এবং মামলার রায় মোতাবেক পদে পুনর্বহালের নির্দেশ দেন।
মানববন্ধন শেষে রফিকুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
এই পরিস্থিতিতে শিক্ষার্থী ও এলাকাবাসী ভারপ্রাপ্ত অধ্যক্ষের দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন, যাতে মাদ্রাসার শিক্ষাব্যবস্থা পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে।
এ রাজা/টাঙ্গন টাইমস
https://slotbet.online/