রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন। এ বিষয়ে তিনি রাণীশংকৈল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন এবং নিজের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।
গতকাল মঙ্গলবার রাণীশংকৈল প্রেস ক্লাবে গণ অধিকার পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার ব্যানারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মামুন জানান, ২০ অক্টোবর তিনি রাণীশংকৈল ভূমি অফিসে একটি মিটিংয়ে উপস্থিত ছিলেন। সেখানে এক ব্যক্তি, যিনি অফিসের কোনো কর্মচারী নন, তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। মামুন বলেন, ওই ব্যক্তি বিভিন্ন লোকের কাজ করে দেন এবং এ বিষয় নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়, যা তিনি সহকারী কমিশনার (ভূমি) কে জানান।
এর পরিপ্রেক্ষিতে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি পলাশ চৌধুরী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাব্বী হুসাইন, পৌর ছাত্রদলের সদস্য সচিব মিঠুন ইসলাম এবং ছাত্রদল নেতা আরজুসহ ১৫ থেকে ২০ জন বিএনপি নেতাকর্মী তাকে ভূমি অফিসের গেটে ডেকে এনে বিভিন্ন গালাগাল ও হুমকি দেন। মামুন বলেন, তিনি বিষয়টি উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমানকে জানালে মোস্তাফিজ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং মামুনকে তাদের বাসায় নিয়ে যান।
মামুন আরও অভিযোগ করেন, তাকে ওই বাসায় বিকেল সাড়ে ৫টা পর্যন্ত আটক রেখে মানসিক নির্যাতন করা হয় এবং ছাত্রদলের নেতারা তার কাছে ৮০ হাজার টাকা চাঁদা দাবি করেন। বিএনপির সভাপতি আতাউর রহমান তাকে হুমকি দিয়ে বলেন, “গণ অধিকার পরিষদের রাজনীতি রাণীশংকৈলে করা যাবে না।”
পরে মামুন কোনোভাবে থানায় ফোন করে পুলিশের সহায়তায় প্রাণে রক্ষা পান। মামুন আরও জানান, ছাত্রদল নেতা আরজু তাকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেন। সংবাদ সম্মেলনে তিনি তার নিরাপত্তার দাবি জানান এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন।
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন বলেন, মামুন তাকে বিষয়টি ফোনে জানিয়েছে এবং তিনি মামুনকে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিতে পরামর্শ দিয়েছেন। পাশাপাশি, তিনি সাংগঠনিক তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্বে) সফিকুল ইসলাম জানান, মামুনুর রশিদের লিখিত অভিযোগ থানায় জমা পড়েছে এবং সার্কেল এসপির নির্দেশনায় বিষয়টির তদন্ত চলছে।
এই ঘটনার ফলে রাণীশংকৈলে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া হবে তা নিয়ে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
এ রাজা/টাঙ্গন টাইমস
https://slotbet.online/