রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাঁশগাড়া বুড়াধাম মধ্যপাড়া এলাকায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত যুবক সেমন্ত রায় (২০), পিতা মুকুন্দ রায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন বলে জানিয়েছে পরিবার।
আজ বৃহস্পতিবার সকালে তাঁর মরদেহ নিজ শয়ন কক্ষ থেকে উদ্ধার করা হয়। পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, সেমন্ত রায় মাদকের টাকার জন্য প্রায়ই মা-বাবার সঙ্গে ঝগড়া করতেন। গতকাল রাতে তিনি মাদক কেনার জন্য টাকা দাবি করেন, কিন্তু পরিবার টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষোভে নিজ কক্ষে বাঁশের আড়ার সঙ্গে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সনাতন চন্দ্র রায় জানান, সেমন্ত রায়ের মাদকাসক্তির বিষয়টি তার পরিবারকে দীর্ঘদিন ধরে ভোগাচ্ছিল। পরিবারের অনেক চেষ্টা সত্ত্বেও তাকে মাদকের আসক্তি থেকে ফেরানো সম্ভব হয়নি।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিদ্যুৎ কুমার চৌধুরী জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সমাজে মাদকের প্রভাব নিয়ে পুনরায় আলোচনা শুরু হয়েছে, বিশেষত তরুণদের মধ্যে মাদকাসক্তির পরিণতি নিয়ে সচেতনতা বৃদ্ধির দাবি উঠেছে।
https://slotbet.online/