নিজস্ব সংবাদদাতা
ঠাকুরগাঁও : বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপস্থাপক-উপস্থাপিকা, শিল্পী, গণ্যমাধ্যমকর্মী এবং শ্রোতা ক্লাবের সদস্যদের নিয়ে বেতার কেন্দ্রের মানসম্মত অনুষ্ঠানমালা নিমার্ণ, প্রচার, উন্নয়ন ও শ্রোতা সংখ্যা বৃদ্ধিতে করণীয় শীর্ষক একমতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও কেন্দ্রের স্টুডিও-সি’তে বুধবার (২৩ অক্টোবর) আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, বেতার কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহা. আব্দুল জলিল।
সভায় বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন, কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক মো: জহুরুল আলম, উপ-বার্তা নিয়ন্ত্রক রাশেদ ফয়সল কবীর, উপ-আঞ্চলিক প্রকৌশলী মো: রিফাত হাসান রেন ।
এসময় শ্রোতারা আড্ডার প্রহর, ক্রীড়া জগত পুনরায় চালুকরণ, আলাপনসহ জনপ্রিয় অনুষ্ঠানসমূহের সময় বৃদ্ধির অনুরোধ করেন। এসময় তারা বেতারের এ্যাপকে সহজভাবে ব্যবহার উপযোগী করে সাউন্ড কোয়ালিটি আরও উন্নত করার পরামর্শ প্রদান করেন।
পরে ঠাকুরগাঁও বেতার কেন্দ্রের অংশীজনের মাঝে ১২টি রেডিও সেট এবং ৫টি হ্যান্ড মাইক (মেগা ফোন) বিতরণ করা হয়।
এ সময় আঞ্চলিক পরিচালক মোহা. আব্দুল জলিল বলেন, শ্রোতারা বেতারের প্রাণ। শ্রোতাদের মতামত প্রাধান্য দিয়ে বেতারে অনুষ্ঠান প্রস্তুত করা হয় ।
এসময় তিনি বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও কেন্দ্রের অর্গানোগ্রামে অনুষ্ঠান ও বার্তা বিভাগে লোকবল বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, মানসম্মত অনুষ্ঠান প্রচার এবং কেন্দ্রের কাভারেজ এরিয়া বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রান্তিক পর্যায়ের শ্রোতাদের নিকট পৌঁছাতে বেতার অঙ্গীকারাবদ্ধ।
এসময় উপস্থিত অংশীজনের মূল্যবান মতামতকে স্বাগত জানান এবং শ্রোতাদের পরামর্শ গ্রহণ করেন।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/