• শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন

ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় ইসরাইলের হামলা

Reporter Name / ৬৫০ Time View
Update : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

টাঙ্গন ডেস্ক : ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছে দেশটির ইসরাইল বিভিন্ন সামরিক স্থাপনা টার্গেট করে হামলা চালিয়েছে । তবে তাৎক্ষণিকভাবে হতাহত অথবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ইসরাইল হামলার দায় স্বীকার করে বলেছে, শুক্রবার (২৫ অক্টোবর) রাতে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে প্রতিশোধমুলক পাল্টা হামলা চালানো হয়েছে।

ইরানের বার্তা সংস্থা ‘ইরনা’র উদ্ধৃতি দিয়ে তেহরান থেকে এএফপি এই খবর জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়েছে, তেহরান এবং কারাজ শহরের আশপাশে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

তেহরানের এক বাসিন্দা বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছে, তেহরানে তারা মোট সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এসব বিস্ফোরণে আশপাশের এলাকাগুলো প্রচন্ড বেগে কেঁপে ওঠেছে।

শুক্রবার রাতেই ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘ইসরাইল কয়েক মাস ধরে ইরানের হামলার জবাবে, ইরানের সামরিক স্থাপনাগুলোয় সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে তাদের প্রতিরক্ষা বাহিনী।’

যুক্তরাষ্ট্র ইরানে ইসরাইলের হামলার বিষয়টি নিশ্চিত করেছে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে যুক্তরাষ্ট্র দাবি করছে তারা এই হামলার সঙ্গে কোনভাবেই জড়িত নয়।

হোয়াইট হাঊসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র সেন সাভেট এক বিবৃতিতে বলেছেন,‘ইসরাইলের আত্মরক্ষার স্বার্থেই ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে ইসরাইল। এই হামলা গত ১ অক্টোবর ইরানের হামলার পাল্টা জবাব।’

গাজা, লেবানন ও সিরিয়ায় হামলা এবং হামাস, হিজবুল্লাহ ও আইআরজিসির কমান্ডারদের হত্যার জবাবে গত ১ অক্টোবর ইসরাইলে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা চালায় ইরান। এরপর থেকে ইসরাইলি শীর্ষ কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে প্রতিশোধের হুঙ্কার দিয়ে আসছিলেন।

এ ইসলাম/টাঙ্গন টাইমস


আপনার মতামত লিখুন :

2 responses to “ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় ইসরাইলের হামলা”

  1. […] বন্ধের দাবীতে অভিনব কর্মসূচী ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় ইসরাই… বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত […]

  2. tlovertonet says:

    I am always thought about this, regards for posting.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
HTML Snippets Powered By : XYZScripts.com
https://slotbet.online/
HTML Snippets Powered By : XYZScripts.com