রাণীশংকৈল (ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিভিন্ন হোটেল মালিক, ব্যবসায়ী ও বাজার কমিটির সদস্যদের নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর ২০২৪) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান।
সেমিনারে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু তালেব, জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. রজব আলী, বণিক সমিতির সভাপতি মোকলেসুর রহমান, সম্পাদক ইফতেখার হোসেন, শিবদীঘি বাজার কমিটির সভাপতি আনিসুর রহমান বাকী, সম্পাদক বকুল মজুমদার, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, শফিকুল ইসলাম ও হোটেল মালিক নিমাই চন্দ্রসহ আরও অনেকে বক্তব্য দেন।
ইউএনও রকিবুল হাসান তার বক্তব্যে রাণীশংকৈল উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণে আইন প্রয়োগের বিষয়ে দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি সকল ব্যবসায়ী ও হোটেল মালিকদের ভোক্তা অধিকার আইন মেনে চলার পরামর্শ দেন এবং ভোক্তাদের অধিকার লঙ্ঘন করলে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে বলে জানান।
সেমিনারে উপস্থিত অতিথিরা ভোক্তা অধিকার আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন এবং এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন।
এ রাজা/টাঙ্গন টাইমস
https://slotbet.online/
Ümraniye anti alerjik süpürge servisi Evime kadar gelip cihazı aldılar, çok memnun kaldım. http://snaprama.com/read-blog/5189