টাঙ্গন ডেস্ক : ঠাকুরগাঁওয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোর রাতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার মহাদেবপুর নলদিঘী থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফাতারকৃত আনারুল ইসলাম (৩৭), ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার রণশিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।
পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের মহাদেবপুর নলদিঘী গ্রামে অভিযান চালায়। এ সময় নলদির্ঘী গ্রামের অরুন চন্দ্র রায়ের বসতবাড়ির সামনে মাটিয়ানি গ্রাম হতে করনাই বাজারগামী কাঁচা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৯৭ বোতল ফেনন্সিডিল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। সে মামলায় গ্রেফতার দেখিয়ে হাজতে প্রেরণ করা হয়।
ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন জেলার সকল প্রকার অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে এ অভিযান পরিচালিত হয়। এ অভিযান অব্যাহত থাকবে।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/