ঠাকুরগাঁও প্রতিনিধি: নানা আয়োজেনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে গণ বুদ্ধিজীবী সলিমুল্লাহ খানের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দেশবরেণ্য গণ বুদ্ধিজীবী ও বিশিষ্ট চিন্তাবিদ সলিমুল্লাহ খানকে সংবর্ধনা প্রদান উপলক্ষে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের গোবিন্দ নগরে অবস্থিত ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর প্রধান কার্যালয়ের জয়নাল আবেদীন মিলনায়তনে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন, ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। বক্তব্য শেষে, সলিমুল্লাহ খানকে ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এরপর তিনি তাঁর বক্তব্যে শিক্ষা, সংস্কৃতি, এবং সামাজিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এর আগে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, ইএসডিও’র চেয়ারম্যান সফিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
এছাড়াও সংবর্ধনা প্রদানের পর লোকমান শরীফের দিকনির্দেশনায় আহমদ ছফার লেখা ‘প্রবীণ বটের কাছে প্রার্থনা’ থেকে একটি মনোমুগ্ধকর পাঠ পরিবেশিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইকো পাঠশালা অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক সহ ইএসডিও’র বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ।
সবশেষে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন ইকো পাঠশালা অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/