হিলি ( দিনাজপুর) সংবাদদাতা: দিনাজপুরের হিলিতে যাত্রীবাহি সামি পরিবহনের একটি বাস তল্লাশী চালিয়ে বিপুল পরিমাণ নেশা জাতিয় ইঞ্জেকশন সহ বাসের চালক, হেলপার ও সুপারভাইজা সহ মোট তিনজনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।
মঙ্গলবার (৬ নভেম্বর) রাতে হিলি-জয়পুরহাট সড়কের দক্ষিণ বাসুদেবপুর এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো, দিনাজপুরের হাকিমপুর উপজেলার বলরামপুর গ্রামের আব্দুল্লাহ সরকারের ছেলে সোহেল রানা, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নজরুল ইসলামের ছেলে রুহুল আমিন, নওগাঁর ধামরাই উপজেলার আতোয়ার হোসেনের ছেলে রবিউল ইসলাম।
হাকিমপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ সুজন মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে হিলি থেকে ছেড়ে যাওয়া নারায়ণগঞ্জ গামী সামি পরিবহনের একটি যাত্রীবাহি বাসে অভিযান চালানো হয়। এসময় চালকের সামনের রাখা একটি ব্যাগ থেকে ২৯৫ পিস ভারতীয় নেশা জাতিয় ইঞ্জেকশন উদ্ধার করা হয়। এঘটনায় জড়িত থাকার অভিযোগে বাসের চালক, হেলপার ও সুপারভাইজারকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা এসব মাদক পাচারের সাথে তারা জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের মামলা রুজু করে দিনাজপুর জেল হাজতে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় থানা পুলিশ।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/