• বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১২:২২ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে আখের বীজ উৎপাদন ও বিস্তার বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

Reporter Name / ১০০ Time View
Update : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে কৃষক পর্যায়ে আখের রোগমুক্ত পরিচ্ছন্ন বীজ উৎপাদন ও বিস্তার বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ নভেম্বর) সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রওশনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।

বাংলাদেশ সুপারক্রপ গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে ও ঠাকুরগাঁও চিনিকল লি: এর সহযোগিতায় মাঠ দিবস উপলক্ষে অনুষ্ঠিত সভায় ঠাকুরগাঁও বিএসআরাই আঞ্চলিক কেন্দ্রের ইনচার্জ ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো সোহরাব হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি পাবনার ইশবরদীর বাংলাদেশ সুপারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. কবির উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি ঠাকুরগাঁও চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো: শাহাজাহান কবির, পাবনার ইশ্বরদীর বিএসআরআই’র রোগতত্ব বিভাগের প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (চ. দা.) ড. মো: আনিসুর রহমান, প্রকল্প পরিচালক ও উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ইমাম হোসেন, বৈজ্ঞানিক কর্মকর্তা মামুনুর রশিদ, নওশিন চৌধুরী, মো: আলী নেওয়াজ, স্থানীয় আখের ভিত্তি বীজ চাষী মো. ইসলামুল হক প্রমুখ।

এর আগে সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রসুলপুরে মো: ইসলামুল হকের “বিএসআরআই আখ ৪৬” জাতের আখের ভিত্তি বীজ প্লট পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ সুপারক্রপ গবেষণা ইনস্টিটিউট, ইশ্বরদী, পাবনা ও অর্থায়নে রয়েছে “কৃষক পর্যায়ে আখের রোগমুক্ত পরিচ্ছন্ন বীজ উৎপাদন ও বিস্তার” প্রকল্প, বিএসআরআই।

এ ইসলাম/টাঙ্গন টাইমস


আপনার মতামত লিখুন :

One response to “ঠাকুরগাঁওয়ে আখের বীজ উৎপাদন ও বিস্তার বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত”

  1. su sızıntısı tespiti Şişli’deki evimdeki su kaçağını hızlıca tespit ettiler. Çok memnun kaldım. https://artificial-intelligence.club/ustaelektrikci

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
HTML Snippets Powered By : XYZScripts.com
https://slotbet.online/
HTML Snippets Powered By : XYZScripts.com