হিলি (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরেরর হিলি বাজার পরিদর্শন করেছেন দিনাজপুর জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১১টায় তিনি ভারত সীমান্তবর্তী হিলি বাজার পরিদর্শনে আসেন।
এসময় পেঁয়াজ, আলু, ডিম, চাল সহ বিভিন্ন মসলা পন্যের বাজার ও কাঁচাবাজার পরিদর্শন করেন।
প্রতিটি দোকানে মূল্য তালিক ঝোলানো, পন্যের পাকা রশিদ রাখা, অতিরিক্ত মুনাফা না করা সহ বিভিন্ন বিষয়ে দোকানীদের সাথে কথা বলেন।
এসময়, দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম, হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আরমান আলী প্রধান, আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি সাখাওত হোসেন শিল্পী, বাংলা হিলি সিএন্ড এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে বন্দরের আমদানি রফতানিকারক ব্যবসায়ীদের সাথে তিনি মতবিনিময় করন। এসময় বন্দরের আমদানি রফতানি কার্যক্রম গতিশীল রাখতে ব্যবসায়ীদের তিনি সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/