হিলি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে পলিথিন কারখানায় অভিযান চালিয়ে কারখানার মালিক তারিকুল ইসলামকে ২লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সেই সাথে কারখানার মালামাল ও মেশিনপত্র জব্দ ও বৈদ্যুতিক সংযোগ কেটে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে হিলির ডাঙ্গাপাড়া বাজারের পার্শ্বে তারিকুল ইসলামের বাড়িতে অবস্থিত কারখানায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত রায়। তারিকুল ইসলাম উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়ন পরিষদের একজন ইউপি সদস্য। এসময় পরিবেশ অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের সহকারি পরিচালক রুনায়েত আমিন রেজা উপস্থিত ছিলেন।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত রায় বলেন, হিলির ডাঙ্গাপাড়া বাজারের পার্শ্বে একটি বাড়িতে নিষিদ্ধ পলিথিন তৈরি করা হচ্ছে এমন সংবাদ পায় পরিবেশ অধিদপ্তর।
সেই সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন কারখানা দেখতে পাই। যেখানে নিষিদ্ধ পলিথিন উৎপাদন করা হচ্ছিল। এই ঘটনায় কারখানা মালিককে ২লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সেই সাথে কাঁচামালসহ উৎপাদনকৃত পলিথিন মেশিনপত্রসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে। সেই সাথে কারখানাটির বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
জব্দকৃত মালামালগুলি নিলামের মাধ্যমে পরবর্তী যে প্রক্রিয়া সেটি পরিবেশ অধিদপ্তর গ্রহন করবে বলেও জানিয়েছেন তিনি। জনস্বার্থে পলিথিনের উৎপাদন মজুদ ও বাজারজাত করন বন্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/