হিলি ( দিনাজপুর) সংবাদদাতা : দিনাজপুরের হিলিতে নিত্যপন্যের দাম নিয়ন্ত্রনে অভিযান চালিয়েছে উপজেলা ও পৌর প্রশাসন। সেই সাথে দোকানের পণ্য রাস্তায় রেখে যানজট সৃষ্টি ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সতর্ক করেছেন ব্যবসায়ীদের।
বুধবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় হিলি বাজারে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক অমিত রায়।
অভিযান পরিচালনাকালে তিনি আলু পেয়াজ ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য কি দামে বিক্রয় করা হচ্ছে তা যাচাই বাছাই করেন। সেই সাথে বাড়তি দামে পণ্য বিক্রি না করতে ও সকলকে মুল্য তালিকা টাঙানোর নির্দেশনা প্রদান করেন।
এছাড়া কিছু দোকানী তাদের পণ্য সড়কের উপর রেখে যানজটের সৃষ্টি করছেন। তাদেরকে সড়ক থেকে সেসব পণ্য সড়িয়ে নিতে নির্দেশনা প্রদান করেন। নির্দেশনা অমান্য করলে জরিমানার হুশিয়ারী দেন তিনি। এছাড়া বাজার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সুইপারদের নিয়মিত সেই কার্যক্রম পরিচালনার নির্দেশনা প্রদান করেন।
এ সময় তার সহিত পৌর প্রকৌশলী হাবিবুর রহমান, সহকারি প্রকৌশলী আব্দুর রাজ্জাকসহ পৌরসভার কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/