নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বিশিষ্ট শিক্ষানুরাগী, বিদ্যাপিট (অসংখ্য স্কুল, কলেজ, মাদ্রাসা ও মসজিদ) এর প্রতিষ্ঠাতা, সমাজসেবক, সংস্কারক মরহুম আলহাজ্জ কমরুল হুদা চৌধুরীর ৩৩তম মৃতুবাষির্কী পালন করা হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) মৃতুবাষিকী উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষে ও সালন্দর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিশাল ওয়াজমাহফিল, কোরানখানী, আলোচনাসভা, মিলাদ ও দোয়া মাফফিলের আয়োজন করা হয়।
এ উপলক্ষে শুক্রবার বিদ্যালয় চত্বরে আয়োজিত আলোচনা সভায় মরহুমের বড় ছেলে আলহাজ¦ নূরে আলম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন, ইউপি চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরী, খাদেমুল ইসলাম, মৌলানা নূরে আলম, প্রধান শিক্ষক মকবুল হোসেন প্রমূখ। পরে সেখানে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ওয়াজমাহফিল, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন পেশাজীবীগন উপস্থিত ছিলেন।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/